বিধানসভাকে বিভ্রান্ত করার অভিযোগ, অমিত মিত্রের বিরুদ্ধে বাম-কং-এর শোরগোল বিধানসভায়
উদ্দেশ্য প্রণোদিতভাবে বিধানসভাকে বিভ্রান্ত করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এমনটাই অভিযোগ বাম ও কংগ্রেস সদস্যদের। বাজেট বিতর্কে উত্তর দেওয়ার সময় তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী বাম ও কংগ্রেস সদস্যরা।

বিধানসভায় অমিত মিত্র
শনিবার বিধানসভায় অমিত মিত্র বলেন, বাজেটে কোনও দফতরের বরাদ্দই কমানো হয়নি। কৃষি দফতরের জন্যই ১১৬৬.৮৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সুজন চক্রবর্তীর অভিযোগ
সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী অভিযোগ করেন, শনিবারের বিতর্কে অর্থমন্ত্রীর উত্তর তাঁর বাজেট বক্তৃতার সঙ্গে মিলছে না। সুজন চক্রবর্তীর দাবি, বাজেট বক্তৃতায় কৃষি-সহ বিভিন্ন দফতরের খরচ কমানোর কথা বলা হয়েছিল।

বিধানসভাকে বিভ্রান্ত করার অভিযোগ
সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে অমিত মিত্রের বিরুদ্ধে বিধানসভাকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়। পাশাপাশি দুদলের সদস্যরা বাজেট কপি ছিঁড়ে বিক্ষোভও দেখান।

সুদ নিয়েও বিভ্রান্তি
অমিত মিত্র বিধানসভায় দাবি করেছিলেন রাজ্যের ঘাড়ে চেপেছে বাম আমলের ২৩০০০ কোটির সুদ। যদিও এই তথ্য মিথ্যা সবলে দাবি করেছেন সুজন চক্রবর্তী।