For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর আগে নতুন সমীকরণ বাংলার রাজনীতিতে! মুকুল রায় ছাড়াও জল্পনায় অনেক নাম

২০২১-এর আগে নতুন সমীকরণ রাজ্য রাজনীতিতে! মুকুল ছাড়াও জল্পনায় অনেক নাম

Google Oneindia Bengali News

২০ বছরের সম্পর্ক ভেঙে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার আগে-পরে কম জল্পনা হয়নি। তৃণমূলে আড়াআড়ি বিভাজন নিয়ে কম চর্চাও হয়নি। সেই একই জিনিসের অবতারণা ফের ২০২১-এর ভোটের আগে। রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ভেঙে নতুন দল বা মঞ্চ গড়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মুকুলকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ২০১৭-য়

মুকুলকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ২০১৭-য়

এর আগে না হয় মুকুল রায় রায়কে ঘিরে এই জল্পনা আবর্ত হয়েছিল। এখন কাদের নিয়ে এসব জল্পনা চলছে? মুকুল রায়ের একটা দখল ছিল তৃণমূলে। তৃণমূলে বহু মুকুল অনুগত ছিলেন। প্রতিটি জেলায় মুকুলের দখল ছিল। হাতের তালুর মতো চিনতেন দলটাকে। অনেকে তাদের জেলার সভাপতি মানত মুকুলকেই। তাই সেটা সম্ভব হয়েছিল।

২০২১-এ মুকুল বাদে সামনে আসছে অনেক নাম

২০২১-এ মুকুল বাদে সামনে আসছে অনেক নাম

কিন্তু এখন তৃণমূলে মুকুলের মতো দখল কার আছে, যিনি এক লহমায় শেষ করে দিতে পারে। যিনিই থাকুন জল্পনা কিন্তু থেমে থাকছে না। অনেককে নিয়েই জল্পনা চলছে। সই জল্পনায় রয়েছেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করাও। তাঁরা অনুগামী বিধায়ক-নেতাদের নিয়ে বেরিয়ে পৃথক মঞ্চ তৈরি করতে পারেন।

তৃণমূল ভেঙে নতুন মঞ্চ তৈরি হলে আসবেন অনেকে

তৃণমূল ভেঙে নতুন মঞ্চ তৈরি হলে আসবেন অনেকে

২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ভেঙে নতুন দল বা কোনও মঞ্চ তৈরির একটা জল্পনা তৈরি হয়েছে রাজ্য। ঠিক মুকুল রায় দল ছাড়ার পূর্ব মুহূর্তে যেমন ৮০ জন বিধায়কের বেরিয়ে আসার জল্পনা তৈরি হয়েছিল, একইভাবে ৭০-৭২ বিধায়কের দল ছেড়ে নতুন মঞ্চ তৈরি নিয়ে জল্পনা চলছে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে না, তাই মঞ্চের ভাবনা

তৃণমূল ছেড়ে বিজেপিতে না, তাই মঞ্চের ভাবনা

বিধানসভার কংগ্রেস দলনেতা আবদুল মান্নান প্রথম এই জল্পনা উসকে দেন। তিনি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে জানান, এবার নির্বাচনের আগে তৃণমূলে বড়সড় ভাঙন দেখা দিতে পার। অনেক বিধায়ক-নেতা আছেন যাঁরা তৃণমূলে স্বস্তিতে নেই। আবার তাঁরা বিজেপিতেও যেতে চান না। এই অবস্থায় তাঁরা মঞ্চ গড়ার কথা ভাবছে।

নতুন মঞ্চ হলে বিরোধী জোট, চর্চা বাম-কংগ্রেস

নতুন মঞ্চ হলে বিরোধী জোট, চর্চা বাম-কংগ্রেস

তাই যদি হয়, তবে বাম-কংগ্রেসের জোটের পাশাপাশি ওই মঞ্চের সঙ্গে জোট গড়া যেতে পারে। তাহলে এই মহাজোটের মোকাবিলা করা তৃণমূল বা বিজেপির পক্ষে কঠিন হয়ে যাবে। শুধু মান্নানের এই বার্তা নয়, এখন রাজনৈতিক মহলে কান পাতলেই তৃণমূলের বিভাজন সম্ভাবনা নিয়ে চর্চা শোনা যাচ্ছে।

২০২১-এর আগে নতুন সমীকরণ! অপেক্ষায় বিরোধীরা

২০২১-এর আগে নতুন সমীকরণ! অপেক্ষায় বিরোধীরা

তৃণমূলের বহু বিধায়ক-মন্ত্রী-নেতাদের নিয়ে জল্পনা চলছে। তাদের নিয়ে জোরদার চর্চাও চলছে। তৃণমূল ভাঙলে বিজেপির লাভ। আবার তৃণমূল ভেঙে যদি আলাদা মঞ্চ তৈরি হয়, সেই মঞ্চ যদি বাম-কংগ্রেসের সঙ্গে হাত মেলায় তাহলে রাজ্যে আলাদা সমীকরণ তৈরি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

শুভেন্দু-রাজীব-উদয়নদের নিয়ে জল্পনা

শুভেন্দু-রাজীব-উদয়নদের নিয়ে জল্পনা

মুকুল বিজেপিতে যাওরা পর থেকেই শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা জল্পনা চলেছে। সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। দুর্নীতি নিয়ে প্রকাশ্যে তাঁর মুখ খোলা, হাওড়া তৃণমূলে দুই মন্ত্রীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসা, এসব ভালো লক্ষণ নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মমতার মুখের উপর টিকিট ফিরিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন বিধায়ক উদয়ন গুহ। এছাড়া হালিশহর বা জলপাইগুড়ির প্রাক্তন পুর-চেয়ারম্যানকে নিয়ে তো চর্চা চলছেই। চোরাস্রোত বইছে অনেক জেলাতেই।

গেরুয়া শিবিরে বাড়ছে দলাদলি, প্রতারণা দুই বিজেপি নেতার বিরুদ্ধে FIR দলের কর্মীরগেরুয়া শিবিরে বাড়ছে দলাদলি, প্রতারণা দুই বিজেপি নেতার বিরুদ্ধে FIR দলের কর্মীর

English summary
Opponents are in wait for broken of TMC to build new platform before 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X