For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের হাতির আক্রমণ, এবার মৃত্যু এক যুবকের

ফের হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক জনের । বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার ঘুচিশোল গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক যুবকের ।

  • |
Google Oneindia Bengali News

ফের হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক জনের । বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার ঘুচিশোল গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক যুবকের । দুদিনে এই নিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল তিনজনের । আগের দিনেই ঝাড়গ্রাম এলাকায় মৃত্যু হয়েছে দুজনের ।

ফের হাতির আক্রমণ, এবার মৃত্যু এক যুবকের

বন বিভাগের সূত্রে জানা গিয়েছ যে আনন্দপুর থানার ঘুচিশোল গ্রামে হাতির মৃত্যু হয়েছে শিবু হেমব্রম ( 25) নামের এক যুবকের । গত কয়েক দিন ধরে এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রায় কুড়িটি হাতির একটি দল ।বৃহস্পতিবার রাতে এই দলের কয়েকটি হাতি ঢুকে পড়ে ঘুচিশোল গ্রামে । সেই সময়ে দাঁতাল হাতির সামনে পড়ে যায় শিবু । হাতিটি তাকে শুঁড়ে করে পেঁচিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় শালবনী হাসপাতালে । অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হচ্ছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । পথেই মৃত্যু হয়েছে তার ।

আগের দিন ঝাড়গ্রাম শহরের মধ্যেই বামদা এলাকায় একটি হাতি তাকে আক্রমণে মৃত্যু হয়েছে সুভাষ মাহাতো নামে এক ব্যক্তির। শ্মশান থেকে ফিরছিলেন তিনি । এই শহরের মধ্যেই ঢুকে পড়া একটি হাতি তাকে আক্রমণ করে । হাতির হামলায় মৃত্যু হয় তার । অন্য দিকে ঝাড়গ্রাম শহর থেকে সামান্য কিছুটা দুরে নান্দিয়াকুন্দরি গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয় মনোরঞ্জন মাহাতো নামে এক যুবকের ।

এই দুই জেলা এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতির দল । তাদের আক্রমণে মৃত্যু হয়েছে অনেকের । হাতির হামলায় ক্ষতি হয়েছে চাষ জমি ও ফসলের। এমনকি হাতি লোকালয়ে চলে এসে বাড়িতে ঢুকে ধান চাল নিয়ে যেমন পালিয়েছে তেমনই স্কুলের প্রাচীর ভেঙ্গে মিড ডে মিলের জন্য রাখা চাল সবজি ইত্যাদি নিয়ে পালিয়েছে । হাতির আক্রমণে নাজেহাল এলাকার লোকজন । বন বিভাগের দাবি তারা হাতির দলকে জঙ্গলের মধ্যে আটকে রাখার ও লোকালয় থেকে দূরে রাখার জন্য চেষ্টা করছে ।

English summary
One youth died in a elecphant attack in West Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X