For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনিবার থেকে ঢাকুরিয়া ব্রিজে 'ওয়ানওয়ে ট্রাফিক' চলবে, কারণ জানালেন পুরমন্ত্রী

শুক্রবার রাত থেকেই ঢাকুরিয়া উড়ালপুলে সংস্কারের কাজ শুরু হবে। এই কাজ চলবে টানা ৪০ দিন। ফলে শনিবার থেকেই টানা ৪০ দিনের জন্য যান নিয়ন্ত্রিত হবে এই উড়ালপুলে।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার রাত থেকেই ঢাকুরিয়া উড়ালপুলে সংস্কারের কাজ শুরু হবে। এই কাজ চলবে টানা ৪০ দিন। ফলে শনিবার থেকেই টানা ৪০ দিনের জন্য যান নিয়ন্ত্রিত হবে এই উড়ালপুলে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এই সংস্কারের জেরে এই উড়ালপুর সংলগ্ন এলাকায় ব্যাস্ত সময়ে ট্রাফিকের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার থেকে ঢাকুরিয়া ব্রিজে 'ওয়ানওয়ে ট্রাফিক' চলবে, কারণ জানালেন পুরমন্ত্রী

এদিন পুরমন্ত্রী জানান দীর্ঘদিন ধরে ঢাকুরিয়া ব্রিজে ইঁদুরের তাণ্ডবে বেশ কিছু অংশ নষ্ট হয়ে যাচ্ছিল। তা মেরামত করতেই উড়ালপুল সংস্কারের রাস্তায় হেঁটেছে রাজ্য। মন্ত্রী জানিয়েছেন, দুপুর ২টো পর্যন্ত গোলপার্কের দিকে যাবে সমস্ত গাড়ি। ২টোর পর গোলপার্কের দিক থেকে ফিরতে পারবে গাড়ি। অর্থাৎ ব্রিজের একধার আটকে মেরামতির কাজ চলবে। আর উড়ালপুলের অন্যপাশ দিয়ে চলবে গাড়ি। ফলে ওয়ানওয়ে হয়ে যাবে এই পথটি।

এছাড়াও ঢাকুরিয়া ব্রিজের পরে যাদবপুর ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। সেই পথটি যাবদপুর থেকে সোজা চলে যাবে সুলেখা মোড় পর্যন্ত। এই সেতু নির্মাণে খরচা হবে ২৪৮ কোটি ২২ লক্ষ টাকা । এই সেতুটির দৈর্ঘ ১.৬ কিলোমিটার বলে এদিনের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পুরমন্ত্রী।

English summary
one way traffic to be effective in dhakuria bridge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X