For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতের সেতু দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের বাসিন্দার, বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা

গুজরাতের সেতু দুর্ঘটনায় মৃত্যু রাজ্যের বাসিন্দার, বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা

Google Oneindia Bengali News

গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের ঘটনায় মৃতের তালিকায় রয়েছে বঙ্গের এক যুবক। সূত্রের খবর তিনি বর্ধমানের বাসিন্দা। ১০ মাস আগে গুজরাতে গিয়েছিলেন কাজের জন্য। ঘটনার দিন তিনিও সেই ব্রিজ দেখতে গিয়েছিলেন। তারপরেই ভেঙে পড়ে শতাব্দী প্রাচীন সেই কেবল ব্রিজ।

গুজরাতে সেতু বিপর্যয়ে বাঙালি যুবকের মৃত্যু

গুজরাতে সেতু বিপর্যয়ে বাঙালি যুবকের মৃত্যু

গুজরাতে সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৩২-এ পৌঁছে গিয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাও। এক বাঙালি যুবকও মারা গিয়েছেন এই দুর্ঘটনা। বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ। কেশববাটি গ্রামে বাড়ি তাঁর। ১০ মাস আগে কাজের সুত্রে গুজরাতে গিয়েছিলেন কাকার কাছে। রবিবার দিন তিন বন্ধুর সঙ্গে মোরবিতে মচ্ছু নদীর কেবল ব্রিজ ভেঙে নদীতে পড়ে যান হাবিবুল। তারপরে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। দুর্ঘটনায় তিন বন্ধু গুরুতর আহত হন। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি হাবিবুলকে। তাঁর দেহ রাজ্যে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। গ্রামে এখন শোকের ছায়া।

মোরবিকাণ্ডে মৃত্যু শতাধিক

ছট পুজোর রাতে গুজরাতের মোরবিতে কেবল সেতু ভেঙে ১৩২ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ২ জন। তাঁদের উদ্ধারকাজে সেনা বাহিনী, বায়ুসেনা এবং নৌসেনাকে নামানো হয়েছে উদ্ধার কাজে। এছাড়াও এনডিআরএফের ৫টি দল কাজ করছে। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনা আহত হয়েছেন শতাধিক। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় উদ্ধারকারীদেরও উদ্ধারকাজে নামানো হয়েছে। ব্রিজটি খোলার ৫ দিনের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

প্রশ্নের মুখে গুজরাত সরকার

প্রশ্নের মুখে গুজরাত সরকার

শতাব্দী প্রাচীন গুজরাতের মোরবির এই ব্রিজটি তৈরি করেছিলেন ব্রিটিশরা। তারপরে ২ কোটি টাকা খরচ করে ব্রিজটি মেরামত করা হয়েছিল। ৫ দিন আগেই মেরামতির পর ব্রিজটি খোলা হয় সাধারণের জন্য। অভিযোগ ব্রিজটির সেফটি অডিট না করেই সেটি খুলে দেওয়া হয়েছিল। মোরবিপুরসভার দাবি রক্ষণাবেক্ষণকারী সংস্থা তাঁেদর কোনও কিছু না জানিয়েই ব্রিজটি খুলে দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই ঘটনাস্থলে যান। খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

দুঃখ জনক বললেন মোদী

দুঃখ জনক বললেন মোদী

গুজরাতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতে সর্দার প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তিনি এই দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এই কঠিন পরিস্থিতিতে একজোট হয়ে কাজ করার বার্তা দিয়েছেন। কেন্দ্রের তরফ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। দুর্ঘটনার কারণে আজ গুজরাতে মোদীর ব়্যালি বাতিল করা হয়েছে। শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সুরক্ষার অডিট না করেই খোলা হয়েছিল ব্রিজ, গুজরাতে সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩২সুরক্ষার অডিট না করেই খোলা হয়েছিল ব্রিজ, গুজরাতে সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩২

English summary
Bengali Man arrested in Gujarat Bridge Collupsed incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X