For Quick Alerts
For Daily Alerts
হলদিয়া পেট্রোকেমে দুর্ঘটনা! ১ শ্রমিকের মৃত্যু কলকাতার হাসপাতালে
মৃত্যু হয়েছে হলদিয়া পেট্রাকেমের ন্যাপথা ইউনিটে আগুন লাগার ঘটনাতে আহত একজনের। মৃতের নাম সৌরভ সামন্ত(৩৫)। বুধবার কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

শুক্রবার আগুন লেগেছিল ন্যাপথা ইউনিটের পাইপে । বিস্ফোরণ ঘটে আগুন লাগে । তাতে আহত হয়েছিলেন ১৩ জন। এদের মধ্যে একজন মারা গেলেন । বাকি যারা চিকিৎসাধীন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সৌরভ সামন্তর বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাউকুন্ডু গ্রামে । তার চার বছরের কন্যা সন্তান আছে । স্ত্রী অন্তঃসত্ত্বা । আছেন বৃদ্ধ বাবা মা ।