For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মুখ্যমন্ত্রীর লোক' বলে পরিচয় দিয়ে রাজ্যের বনমন্ত্রীকে প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক বলে পরিচয় দিয়ে একাধিক তৃণমুল নেতা সহ সাধারন মানুষের কাছ থেকে টাকা তুলতে গিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি।

  • |
Google Oneindia Bengali News

নিজেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক বলে পরিচয় দিয়ে একাধিক তৃণমুল নেতা সহ সাধারন মানুষের কাছ থেকে টাকা তুলতে গিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম দীপেন্দু ওরফে খোকন দত্ত। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানার পুলিশ।

মুখ্যমন্ত্রীর লোক বলে পরিচয় দিয়ে রাজ্যের বনমন্ত্রীকে প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

জলপাইগুড়ি পরিত্র পাড়া এলাকার বাসিন্দা খোকন। তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আগামিকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে খোকন দত্ত ও তার ১৭ বছর বয়সী নাবালক ছেলেকে।

কখনো সে প্রভাবশালী তৃনমুল নেতা কখনো আবার সাংবাদিক পরিচয় দিয়ে রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ একাধিক তৃনমুল নেতার কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ। খোকন দত্ত প্রভাবশালী তৃনমুল নেতাদের কাছে গিয়ে নিজেকে মুখ্যমন্ত্রী লোক পরিচয় দিয়ে টাকা নিতেন।

অভিযোগ, সম্প্রতি রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের কাছে গিয়ে ৫ হাজার টাকা নিয়েছেন। এছাড়াও শিলিগুড়ি তৃণমুল নেতা নান্টু পাল সহ একাধিক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। ধৃতকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বনমন্ত্রীর কাছ থেকে টাকা নিয়েছি আমার ছেলে অসুস্থ ছিল তাই।

অভিযুক্ত খোকন আরও বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। সদ্য জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের তৃণমুল জেলা সভাপতি করা হয়েছে কৃষ্ণকুমার কল্যাণী ও আলিপুর দুয়ারের মৃদুল গোস্বামীকে। তিনিই এদের জেলা সভাপতি করেছেন দিদিকে বলে।

জলপাইগুড়ি কোতয়ালি থানায় একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে খোকনের বিরুদ্ধে। পুলিশ বেশ কিছু দিন থেকে এই ব্যক্তিকে খুঁজছিল। আজ শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও এই ব্যক্তি দুইবার প্রতারণার অভিযোগেই জেল খেটেছেন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

English summary
One person arrested from Siliguri after duping forest minister of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X