For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গে মমতার স্তুতি, দিল্লিতে বৈঠক বিজেপির সঙ্গে! কাগজের শীর্ষ কর্তার কাজে হাসছে গেরুয়া শিবির

রাজ্যে বামশাসনে নিজেদের বামপন্থী বলে পরিচয় দিত বাংলার এক দৈনিক খবরের কাগজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই ভোল বদলে ফেলে তারা। শুরু করে দেয় মুখ্যমন্ত্রীর স্তুতি।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে বামশাসনে নিজেদের বামপন্থী বলে পরিচয় দিত বাংলার এক দৈনিক খবরের কাগজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই ভোল বদলে ফেলে তারা। শুরু করে দেয় মুখ্যমন্ত্রীর স্তুতি। নিন্দুকেরা বলেন, উগ্র বামপন্থায় বিশ্বাসী ব্যক্তি এখন উগ্র মমতা পন্থী হয়ে গিয়েছেন। এহেন খবরের কাগজের কর্তা সম্প্রতি দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর। যা নিয়ে হাসাহাসি শুরু হয়েছে রাজ্য বিজেপিতে।

বিজেপির নতুন রাজ্য কমিটিতে বড় পদ মুকুল অনুগামীদের! একনজরে কোন পদে কোন নেতাবিজেপির নতুন রাজ্য কমিটিতে বড় পদ মুকুল অনুগামীদের! একনজরে কোন পদে কোন নেতা

দৈনিক কাগজের শীর্ষকর্তার বৈঠক বিজেপি নেতৃত্বের সঙ্গে

দৈনিক কাগজের শীর্ষকর্তার বৈঠক বিজেপি নেতৃত্বের সঙ্গে

সূত্রের খবর, প্রক্রিয়া চলছে অনেকদিন ধরেই। লকডাউনের আগেই সেই কর্তা দিল্লিতে গিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন।

কথা বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও

কথা বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও

সূত্রের আরও খবর, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গেও ওই দৈনিক কাগজের কর্তা নাকি বৈঠক করেছিলেন।

সঠিক সময়ে সঠিক ভূমিকা পালনের আশ্বাস

সঠিক সময়ে সঠিক ভূমিকা পালনের আশ্বাস

বিজেপি সূত্রের দাবি, দৈনিক কাগজের কর্তা নাকি আশ্বাস দিয়েছেন, আপাতত তারা তৃণমূলের স্তুতি চালালেও, বিজেপি বিরোধী নন তারা। উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা তারা নেবেন, আশ্বাস দেওয়া হয়েছে ওই কাগজের তরফ থেকে।

 হাসাহাসি রাজ্য বিজেপিতে

হাসাহাসি রাজ্য বিজেপিতে

দৈনিক কাগজের এই অবস্থায় রাজ্য বিজেপিতে হাসাহাসি শুরু হয়েছে। তাঁরা কটাক্ষ করে বলছেন, দুকূল রাখতে চাইছে মালিকপক্ষ।

English summary
One of the Bengali Daily News paper's top boss meet BJP leaders in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X