For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার-রেশন কার্ড যুক্ত থাকলেই দেশের সব প্রান্ত থেকেই তোলা যাবে খাদ্যদ্রব্য! বাংলাতেও নির্দেশিকা জারি

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মানল রাজ্য সরকার। ৩১ শে জুলাইয়ের মধ্যে দেশের সমস্ত রাজ্যকে 'এক দেশ এক রেশন কার্ড' লাঘু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর সেই মতো বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এক দেশ এক রেশন কার্ড চালু করল ম

  • |
Google Oneindia Bengali News

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মানল রাজ্য সরকার। ৩১ শে জুলাইয়ের মধ্যে দেশের সমস্ত রাজ্যকে 'এক দেশ এক রেশন কার্ড' লাঘু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আর সেই মতো বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এক দেশ এক রেশন কার্ড চালু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

দেশের সব প্রান্ত থেকে উঠবে খাদ্যদ্রব্য! নির্দেশিকা জারি

আজ শুক্রবার নবান্নের তরফে এই সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে গোটা দেশে একটাই রেশন কার্ড চলবে। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে। আর লিঙ্ক করা থাকলে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তোলা যাবে।

বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা দেশের যে কোনও রেশন ব্যবস্থা থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারবে। তবে রেশন তোলার ক্ষেত্রে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। এজন্যে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে। অর্থাৎ আধার কার্ড নেওয়ার সময় আঙুলের ছাপ দিতে হয়েছিল। এখন রেশন নেওয়ার সময়ে আঙুল ছাপ দিতে হবে। আর সঙে সঙে আপনার ছবি সহ সমস্ত তথ্য উঠে আসবে রেশন ডিলারের কাছে।

এক্ষেত্রে কোনও ভাবেই জালিয়াতির কোনও জায়গা নেই। আগে অনেক সময়ে একজনের রেশন অন্যজন তুলে নিতে পারতেণ। তবে এই পদ্ধতিতে আর তা করা যাবে না। ইতিমধ্যে রাজ্যের তরফেও বাংলার সমস্ত রেশন ডিলারদের এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের তরফে আরও নির্দেশিকাতে জানানো হয়েছে যে, এবার থেকে ইপিওস অনলাইন পোর্টালে রেশন দোকানে সব লেনদেন অন্তর্ভুক্ত করতে হবে। যাতে সরকারের কাছে এই বিষয়ে স্পষ্ট হিসাব থাকে। শুধু তাই নয়, এই পোর্টালের মাধ্যমে সমস্ত তথ্য থাকবে। রাজ্যের বাইরে থেকেও বাংলার মানুষ যদি রেশন তোলে তাহলে সেই তথ্যও এই পোর্টালের মধ্যে আপডেট হয়ে যাবে।

একনজরে সরকার দেখে নিতে পারবে কে কোন জায়গা থেকে কি রেশন তুলছেন। তেমন ভাবে ভিন রাজ্যের মানুষও বাংলার রেশন দোকান থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন। তবে দীর্ঘদিন ধরে এক দেশ এক রেশন কার্ড লাঘু করা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে কখনও এই সিদ্ধান্ত রাজ্যে কার্যকর করা হবে না। এই অবস্থায় গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাতে জয় হয় কেন্দ্রের। সমস্ত রাজ্যেকে ৩১ শে জুলাইয়ের মধ্যে এক দেশ এক রেশন কার্ড স্রুত লাঘু করার জন্যে নির্দেশ দেওয় হয়। আর সেই নির্দেশ মেনেই অবশেষে কেন্দ্রের এই সিদ্ধান্ত বাংলাতেও কার্যকর করল নবান্ন।

English summary
One Nation One ration card implemented in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X