বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনে পুলিসের জালে অন্যতম মূল চক্রী, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার
টিটাগড়ে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনে গ্রেফতার করা হল অন্যতম মূল চক্রীকে। গতকাল রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে বিজেপি কাউন্সিলর খুনের অন্যতম মূল চক্রীকে গ্রেফতার করে পুলিস। ধৃতের নাম নাসির আলি। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল পুলিস। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা নাসির। পুলিস জানিয়েছে মণীশ খুনে বাইরে থেকে সুপারি কিলার ডেকে এনেছিল সে। এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।


বিজেপির অভিযোগ টাটাগড় ও ব্যারাকপুরের দুই তৃণমূল কাউন্সিলরের চক্রান্তেই খুন করা হয়েছে মণীশ শুক্লাকে। তাঁদের নামে টিটাগড় থানায় এফআইআর দায়েরও করা হয়েছে। এর আগে ব্যারাকপুর থেকে। তৃণমূল নেতার খনিষ্ঠ খুররম। এছাড়াও গুলাব আলি নামে একজনকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে গ্রেফতার করেছিল সিআইডি। তবে শার্প শ্যুটারদের এখনও ধরতে পারেনি পুলিস। বিহারে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের।
এছাড়াও শার্প শ্যুটারদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সুবোধ নামে এজনকে।
অক্টোবর মাসে টিটাগড়ে খুন হয়েছিলেন বিজেপি কাউন্সিলর মণীশ শুক্ল। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ডানহাত ছিলেন তিনি। প্রকাশ্যে সন্ধে বেলা দুষ্কৃতিরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল মণীশকে। তৃণমূলের চক্রান্তেই মণীশ খুন হন বলে দাবি বিজেপি। ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান করে বিজেবি। রাজ্যপালের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছিল বিজেপি নেতারা। তার জেরে কয়েক সপ্তাহ তোলপাড় হয়েছিল রাজ্যরাজনীতি।
ক্ষমা চান মুখ্যমন্ত্রী, ছোট হয়ে যাবেন না, সাংবাদিক বৈঠকে মমতা সরকারকে তীব্র আক্রমণ রাজ্যপাল ধনখড়ের