For Quick Alerts
For Daily Alerts
পূর্ব বর্ধমানে পুলিশ দুষ্কৃতী ভয়াবহ সংঘর্ষ! মৃত ১
পূর্ব বর্ধমানে পুলিশ দুষ্কৃতী সংঘর্ষ। সূত্রের খবর অনুযায়ী, গভীর রাতে মন্তেশ্বর বাড়িতে ডাকাতি করে গাড়িতে গরু তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল ৬-৭ জনের ডাকাত দল।
ডাকাতদলের উপস্থিতি বুঝতে পেরে পুলিশ তাদের ধাওয়া করে। পরে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এদের একজনের গুলির আঘাত ছিল। সকালে বর্ধমান মেডিক্যালে তার মৃত্যু হয়।

মেমারিতে জিটি রোডে ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ে বলে অভিযোগ। পুলিশ প্রায় ২৫ থেকে ৩০ কিমি ডাকাতদলের গাড়িকে ধাওয়া করে। পাণ্ডুয়ার সিমলাগড়ের কাছে পুলিশ পাল্টা গুলি চালায়। এরপর ডাকাতদলটি গাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ গাড়ি থেকে দুজনকে গ্রেফতার করে। একজনের গায়ে গুলির আঘাত ছিল। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে সকালে মৃত্যু হয়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শামিম খান।
ডাকাতদলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কীভাবে ডাকাতদলের সদস্যের গায়ে গুলি লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদলের কাছ থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারা করা হয়েছে। সংঘর্ষে এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।