For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঙ্কি পক্স শনাক্ত হলেই থাকতে হবে বেলেঘাটা আইডিতে, রক্তের নমুনা যাবে পুনেতে

মাঙ্কি পক্স শনাক্ত হলেই থাকতে হবে বেলেঘাটা আইডিতে, রক্তের নমুনা যাবে পুনেতে

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে মাঙ্কি পক্স। ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে ঢুকে পড়েছে নয়া এই ভাইরাস। যা নিয়ে চিন্তার ভাঁজ স্বাস্থ্য আধিকারিকদের কপালে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ইতিমধ্যে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্বের একাধিক দেশে মাঙ্কি পক্স নিয়ে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতও এই বিষয়ে যথেষ্ট সতর্ক। ইতিমধ্যে একাধিক বিমানবন্দরে চরম সতর্কতা জারি করা হয়েছে।

মাঙ্কি পক্স নিয়ে বিশেষ বার্তা

মাঙ্কি পক্স নিয়ে বিশেষ বার্তা

রাজ্যগুলিকে মাঙ্কি পক্স নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আর সেই বার্তা আসার পরেই নয়া এই ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা নবান্ন। ইতিমধ্যে এই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে কলকাতা পুরসভার তরফে। এবার বিদেশ থেকে রাজ্যে আসা ব্যাক্তিদের উপর নজরদারি বাড়ানো হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। আর সেই সময়ে কোনও ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা গেলে সঙ্গে স্পঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হবে বলে সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

রাখা হবে বেলেঘাটা আইডিকে

রাখা হবে বেলেঘাটা আইডিকে

জানা গিয়েছে, আইসোলেশনে রাখার জন্যে বেলেঘাটা আইডিকেই বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি রাখা'র কথা বলা হয়েছে বলেও সুত্রের খবর। এমনকি ২১ দিনের মধ্যে মাঙ্কি পক্স দেখা গিয়েছে, এমন দেশ থেকে যদি কোনও ব্যক্তি রাজ্যে প্রবেশ করেন, সংশ্লিষ্ট ব্যক্তির উপর নজরদারি তো চালানো হবেই। পাশাপাশি আগাম ব্যবস্থা নেওয়া শুরু করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যদি কার শরীরে এই নমুনা দেখতে পাওয়া যায় তাহলে যাদের সংস্পর্শে এসেছে সেটিও দেখা হবে বলে খবর।

রাজ্যকে সতর্কতা কেন্দ্রের

রাজ্যকে সতর্কতা কেন্দ্রের

নয়া এই ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে জন মানসে। ইতিমধ্যে কেন্দ্রের তরফে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যগুলিকে অ্যাভাইজারি পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি বেগতিক দেখলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত ২২ দিন নজরদারিতে রাখার কথা বলা হয়েছে।

কি বলছেন স্বাস্থ্যকর্তা?

কি বলছেন স্বাস্থ্যকর্তা?

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্য দফতরের অধিকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত পরিস্থিতি বাংলায় ঠিক আছে। এমনকি দেশেও এই বিষয়ে আক্রান্তের কোনও খোঁজ পাওয়া যায়নি। আক্রান্তের খবর মিললে তার জন্য আগাম প্রস্তুতি রাজ্যের তরফে সবকিছু করে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, পুণের এনআইভি-তে রক্তের নমুনা পাঠানো হবে বলেও খবর। আর তা কেন্দ্রের নির্দেশ মেনেই হবে বলে খবর।

টিকিট না থাকলেও টিটিই যাত্রীকে ট্রেন থেকে নামাতে পারবেন না, তবে জানতে হবে নিয়ম টিকিট না থাকলেও টিটিই যাত্রীকে ট্রেন থেকে নামাতে পারবেন না, তবে জানতে হবে নিয়ম

English summary
one has to stay in Beleghata ID hospital if diagnosed with monkey pox
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X