For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের হাতির আক্রমণ, বাঁকুড়ায় মৃত্যু এক বনকর্মীর

হাতির আক্রমণে ফের মৃত্যু হল বাঁকুড়া জেলাতে । এবার হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক বনকর্মীর । মৃতের নাম ভাগ্যধর মান (45)। তার বাড়ি উত্তর বাঁকুড়া বনবিভাগের এলাকার শীর্ষা গ্রামে ।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

হাতির আক্রমণে ফের মৃত্যু হল বাঁকুড়া জেলাতে । এবার হাতির আক্রমণে মৃত্যু হয়েছে এক বনকর্মীর । মৃতের নাম ভাগ্যধর মান (45)। তার বাড়ি উত্তর বাঁকুড়া বনবিভাগের এলাকার শীর্ষা গ্রামে । রবিবার সকালে এই গ্রামের পাশে একটি বাঁশ বাগানের কাছে থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ ।

 ফের হাতির আক্রমণ, বাঁকুড়ায় মৃত্যু এক বনকর্মীর

গত কয়েক দিন ধরে প্রায় ত্রিশটি হাতি দুদলে ভাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে জেলার বিভিন্ন এলাকায় । দিন কয়েক আগে দক্ষিণ বাঁকুড়ার রানিবাঁধ এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে দুজনের । বন বিভাগের মতে চলতি বছরের এই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে অন্তত আঠারো জনের । এর মধ্যে বাঁকুড়া জেলাতে মৃত্যু হয়েছে পাঁচ জনের ।
এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় হাতির হামলায় মৃত্যু হয়েছে অন্যান্যদের ।
হাতির আক্রমণে মৃত্যু বাড়ছে এই এলাকায় । ফলে একদিকে যেমন মানুষের ক্ষোভ বাড়ছে তেমনই উদ্বেগ বাড়ছে বন বিভাগের ।
বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন যে তারা সাধ্যমত চেষ্টা করছেন ও মানুষকে সতর্ক থাকতে বলেছেন ।

দলমা থেকে আসা হাতির দল এখন প্রায় সারা বছর ঘুরে বেড়াচ্ছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে । এখন প্রায় 170 টি হাতি ঘুরে বেড়াচ্ছে । তারা একসাথে না ঘুরে বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে । মানুষকে যেমন মারছে তেমনই ক্ষতি করছে ফসলের ।
এলাকার লোকজন দাবি করেছেন যে বন বিভাগের কর্মীরা মুখে বলছেন যে তারা হাতিদের জঙ্গলের মধ্যে ঠেকিয়ে রাখতে চেষ্টা করছেন কিন্তু বাস্তবে কিছু হচ্ছে না ।

English summary
One forest employee died in a elecphant attack in Bankura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X