For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগ্নিগর্ভ সিউড়ি! গুলিতে মৃত ১, পুড়ল বাড়ি-দোকান

মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে সিউড়িতে তৃণমূল-বিজেপির সংঘর্ষে মৃত্যু হল একজনের। অসমর্থিত সূত্রে খবর মৃতের নাম শেখ দিলদার। স্থানীয় বাসিন্দা এই ব্যক্তি বিজেপি সমর্থক বলেও সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে সিউড়িতে তৃণমূল-বিজেপির সংঘর্ষে মৃত্যু হল একজনের। অসমর্থিত সূত্রে খবর মৃতের নাম শেখ দিলদার। স্থানীয় বাসিন্দা এই ব্যক্তি বিজেপি সমর্থক বলেও সূত্রের খবর। যদিও পুলিশের তরফে এর কোনও সত্যতা পাওয়া যায়নি। পুলিশ দুই পক্ষকে কেন বাধা দিল না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীরা আর মনোনয়ন জমা দিতে পারেননি বলে জানা গিয়েছে।

অগ্নিগর্ভ সিউড়ি! গুলিতে মৃত ১, পুড়ল বাড়ি-দোকান

মনোনয়নের দিন রক্তাক্ত হল সিউড়ি। প্রাণ গেল এক রাজনৈতিক কর্মীর। সাড়ে এগারোটা থেকে সিউড়ি ব্লক অফিসের দিকে যেতে শুরু করে বিজেপির প্রার্থী ও সমর্থকরা। স্থানীয় সূত্রে খবর, সেই সময় বাধা দেয় ব্লক অফিসের কাছেই ঘাঁটি গেড়ে থাকা তৃণমূল সমর্থকরা। শুরু হয়ে যায় দুপক্ষের বোমাগুলির লড়াই।

দুপক্ষের লড়াইয়ে যথেচ্ছ বোমাগুলি ব্যবহার করা হয় বলে অভিযোগ। দুপক্ষের হাতেই বোমা ও অস্ত্র ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় মানুষ যে যার মতো করে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে শুরু করেন।

বোমার আগুনে এলাকার বেশ কিছু দোকান ও বাড়ি ভস্মীভূত হয়ে যায়। সামনে পুলিশ থাকলেও, তারা কোনও রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

অভিযোগ আগে থেকেই এলাকা দখল নিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের মুখ ছিল বাধা। খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকদের তারা বাধা দেন বলে অভিযোগ। অস্ত্র নিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

English summary
One died in a Clash between TMC and BJP near Suri Block office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X