For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দি ছবির কায়দায় পুলিশের তাড়া জগদ্দলে! গুলি লাগার পরেই ভেঙে পড়ল ছাদ, মৃত্যু দুষ্কৃতীর

দুষ্কৃতীর খোঁজে পুলিশের তল্লাশি। সূত্রের খবর অনুযায়ী, এদিন দুপুরে পুলিশ জগদ্দলের জিলাবি মাঠে প্রভু সাউ(৩০) নামে এক দুষ্কৃতীকে ধরতে যায়। সেই সময়প্রভুর হাতে ছিল রিভলবার।

  • |
Google Oneindia Bengali News

দুষ্কৃতীর খোঁজে পুলিশের তল্লাশি। সূত্রের খবর অনুযায়ী, এদিন দুপুরে পুলিশ জগদ্দলের জিলাবি মাঠে প্রভু সাউ(৩০) নামে এক দুষ্কৃতীকে ধরতে যায়। সেই সময় প্রভুর হাতে ছিল রিভলবার। সেই পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় বলে অভিযোগ। পুলিশ পাল্টা গুলি চালায় বলে দাবি স্থানীয়দের। এরপর রক্তাক্ত প্রভু সাউকে ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ব্যারাকপুরে কমিশনারেটের কমিশনার পুলিশের গুলিতে মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন।

হিন্দি ছবির কায়দায় পুলিশের তাড়া জগদ্দলে! গুলি লাগার পরেই ভেঙে পড়ল ছাদ, মৃত্যু দুষ্কৃতীর

দুপুর দেড়টা থেকে পৌনে দুটোর মধ্যে হবে সময়টা। জগদ্দলের জিলাবি মাঠে পুলিশের দাপাদাপি। এক দুষ্কৃতীকে ধরতে অভিযান। সেই সময় প্রভু সাউ নামে ওই দুষ্কৃতী স্থানীয় একটি বাড়ি ছাদে উঠে পড়ে। সেখান দিয়েই সে দৌড়ে পালাতে যায়। কিন্তু পিছন থেকে গুলি লাগায় পড়ে যায় পাশের বাড়ির অ্যাসবেস্টসের ছাদে। ভেঙে ঘরের ভিতর ঢুকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশ বাড়িতে এসে দেহ নিয়ে যায়। সঙ্গে একটি রিভলবারও উদ্ধার করে পুলিশ।

প্রভুকে বারাকপুর বিএনপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে প্রভু সাউয়ের। তাঁর মাথার পিছনে গুলি লাগে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তাঁরা সম সময়েই আতঙ্কে থাকেন। সংবাদ মাধ্যমের সামনে পুলিশ ও দুষ্কৃতীর লড়াই নিয়ে কেউ কিছু বলতে চাননি। সূত্রের খবর অনুযায়ী, এক দুষ্কৃতী পালিয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রভু সাউয়ের বাড়ি ভাটপাড়া এলাকায়। ব্যারাকপুর কমিশনারেটের কমিশনারের অভিযোগ বোমা গুলি নিয়ে দুই দুষ্কৃতী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালায় বলে জানিয়েছেন তিনি।

English summary
One criminal died in Jagaddal in Police shoot out on Friday. Locals said, Police chased that criminal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X