For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাইনচ্যুত ট্রেন, ডুয়ার্সে বিচ্ছিন্ন রেল যোগাযোগ

ট্রেন দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গে বিচ্ছিন্ন রেল যোগাযোগ। বৃহস্পতিবার সকালে নাগাদ ডামডিম ও ওদলাবাড়ির মধ্যে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

ট্রেন দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গের একাংশে বিচ্ছিন্ন রেল যোগাযোগ। বৃহস্পতিবার সকালে নাগাদ ডামডিম ও ওদলাবাড়ির মধ্যে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের একটি কামরা বেলাইন হয়ে যায়। ঘটনার আকষ্মিকতায় জখম হন বেশ কয়েকজন। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান রেলের পদস্থ আধিকারিকরা। আলিপুরদুয়ার থেকে রিকভারি ভ্যান এনে কাজ শুরু হয়।

লাইনচ্যুত ট্রেন

লাইনচ্যুত ট্রেন

বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে দিনহাটার দিকে যাচ্ছিল ডিএমইউ ট্রেনটি। ঘিস নদীর ওপর দিয়ে যাওয়ার সময় ব্রিজের ৪১ নম্বর পিলারের কাছে ট্রেনের সামনের দিকে চারনম্বর বগির দুটি
চাকা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থল ডামডিম ও ওদলাবাড়ির মধ্যে।

ভয়ে ঝাঁপ

ভয়ে ঝাঁপ

ভয়ে অনেকে ট্রেন থেকে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

 নির্মাণ কাজ চলছিল

নির্মাণ কাজ চলছিল

রেল সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে সেখানে নির্মাণ কাজ চালাচ্ছিল রেল কর্তৃপক্ষ। লাইনের নিচের মাটি সরিয়ে গার্ডার বসানোর কাজ হয়েছিল বুধবার রাতে। সকালে প্রথম ট্রেনটি ছিল দুর্ঘটনাগ্রস্ত ডিএমইউ ট্রেনটি।

ট্রেন চলাচলে প্রভাব

দুর্ঘটনার জেরে ডুয়ার্স রুটে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। বেশ কিছু ট্রেনকে ডামডিম, ওদলাবাড়ি এবং নিউ মাল জংশন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। আটকে পড়ে গুয়াহাটিগামী কাঞ্চনঘঙ্ঘা এক্সপ্রেস। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হয় বলে জানা গিয়েছে।

(ছবি সৌজন্য: এএনআই)

English summary
One coach of DMU intercity passenger train derailed between Dam Dim and Odlabari railway station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X