For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট ছাড়াই পুর কর্পোরেশনগুলিতে মেয়র! প্রশাসকের মেয়াদ বৃদ্ধি, বিল পাশ বিধানসভায়

পথ দেখিয়েছিল কলকাতা পুরসভা। বলা যেতে পারে ফিরহাদ হাকিম। এবার রাজ্যের বাকি পুর কর্পোরেশনগুলিতেও পদ্ধতি চালু করা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

পথ দেখিয়েছিল কলকাতা পুরসভা। বলা যেতে পারে ফিরহাদ হাকিম। এবার রাজ্যের বাকি পুর কর্পোরেশনগুলিতেও একই পদ্ধতি চালু করা হচ্ছে। পুর ভোটে নির্বাচিত না হয়েও মেয়র পদে বসতে পারবেন যে কেউ। তবে তাঁকে ছয় মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে। অন্যদিকে পুর কর্পোরেশনের প্রশাসকদের কার্যকালের মেয়াদ ছয়মাস থেকে বাড়িয়ে করা় হল একবছর।

ভোট ছাড়াই পুর কর্পোরেশনগুলিতে মেয়র! প্রশাসকের মেয়াদ বৃদ্ধি, বিল পাশ বিধানসভায়

সংখ্যাধিক্যের জেরে বিধানসভায় পাশ হয়ে গিয়েছে, ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ পাশ করানো হয়েছে। এই তিনটি বিলের মাধ্যমে হাওড়া, কলকাতাসহ রাজ্যের পুর কর্পোরেশনগুলিতে প্রশাসকদের মেয়াদ ছয়মাস থেকে বাড়িয়ে একবছর করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে না জিতেও যে কাউকে মেয়রের পদে বসানোর সংস্থান রাখা হয়েছে। তবে সেই ব্যক্তিকে ছয়মাসের মধ্যে নির্বাচনে জিতে আসতে হবে।

এব্যাপারে পথ দেখিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আইন সংশোধন করে কলকাতার মেয়র পদে বসানো হয়েছিল তাঁকে। পরে ৮২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন তিনি। এব্যাপারে তিনি প্রশ্ন তোলেন, যেমন টা মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়, সেরকমটা মেয়রের ক্ষেত্রে হবে না কেন। পাশাপাশি তাঁর আশ্বাস পুরনিগমগুলিতে নির্দিষ্ট সময়েই ভোট হবে।

যদিও সরকারের পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধীরা। সরকার মানুষের রায় নিতে ভয় পাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। অন্যদিকে বিজেপির দাবি, মূলত তাদেরই ভয়ে সরকারের এই পদক্ষেপ। বিরোধীদের আশঙ্কা পুর কর্পোরেশনের মতো পুরসভাগুলিতেও প্রশাসকের মেয়াদ বৃদ্ধি করে ভোট পিছিয়ে দিতে পারে সরকার।

English summary
One can be a Mayor for corporations with out vote in West Bengal, bill passed in assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X