বিহারের কলেজে ভর্তির নামে প্রতারণা, গ্রেফতার ১
বিহারের কিষাণগঞ্জের এমজিএম মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ৬ লাখ টাকা প্রতারণা। সেই অভিযোগে জলপাইগুড়ি থেকে গ্রেফতার সাগর ছেত্রী নামে এক ব্যক্তি। গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। নিজেকে ওই কলেজের ডিরেক্টর পরিচয় দিয়ে ফোন করে ভর্তির অফার দেয়। যার বিনিময়ে ৬ লাখ টাকা নেয়।

এক ব্যক্তি বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে,জানুয়ারি মাসে এক অচেনা ব্যক্তি ফোন করে নিজেকে বিহারের এমজিএম মেডিকেল কলেজের ডিরেক্টর বলে পরিচয় দেয়। এবং অভিযোগকারীকে অফার দেয় যে তার ছেলেকে ওই কলেজে ভর্তি করে দেবে যার বিনিময়ে ৬ লাখ টাকা নেয়।

এর পর সময় পেরিয়ে গেলে ভর্তি না হওয়াতে বুঝতে পারেন সে প্রতারিত হয়েছে। এর পর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালে সেই অভিযোগের ভিত্তিতে সাগর ছেত্রী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আজ তাকে বিধাননগর কোর্টে তোলা হবে।