For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রবিবার ফের পঞ্চায়েত ভোট! নির্দেশ দিল কমিশন

পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের দুটি বুথে রবিবার পুনর্নির্বাচন হবে।

Google Oneindia Bengali News

সারা রাজ্যে একদিনেই পঞ্চায়েত ভোট সেরে ফেলতে চেয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট যেন শেষ হয়েও হচ্ছে না। বুধবারই রাজ্যের ৫৭২ টি বুধে একবার পুনর্নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু জলপাইগুড়ির রাজগঞ্জের দুটি বুথে ফের রবিবার পুনর্নির্বাচনের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। এই দুটি বুথ হল রাজগঞ্জের ১৮৯(১) ও ১৮৯(২)।

রবিবার ফের পঞ্চায়েত ভোট!

ভোটের দিন এই বুথগুলি নিয়ে সেভাবে অভিযোগ ওঠেনি। শুক্রবার ছিল পঞ্চায়েত ভোটের গননা। সেই গননা চলাকালীন এই দুই বুথের ব্যালট ছিনতাই-এর অভিযোগ ওঠে। যার জেরে ওই দুই বুথের ভোট গননা বন্ধ করে দিতে হয়। শাসক দল তৃণমূলের এক স্থানীয় নেতা ও তাঁর অনুগামীরা এই কাজে যুক্ত বলে দাবি বিরোধীদের। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে পেশ করা জেলা শাসকের প্রতিবেদনেও ওই ব্যালট ছিনতাইয়ের কথা ছিল।

এরপর বিষয়টি খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে ওই দুই বুথের পুন নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে রবিবার জলপাইগুড়ির রাজগঞ্জের ওই দুই বুথে ফের ভোটগ্রহন করা হবে। ফল ঘোষণা করা হবে আগামী সোমবার।

রবিবার ফের পঞ্চায়েত ভোট!

তবে নদীয়ার মাঝদিয়া তে ২টি বুথে গননার সময় 'ছাপ্পা' দেওয়ার অভিযোগ উঠেছিল। গননার সময়ও ভোট বাক্স খুলে, প্রদত্ত ভোটের বেশি ব্যালট মিলেছিল। তাই সেখানেও পুননির্বাচনের দাবি ছিল বিরোধীদের। সে ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন কোনও নির্দেশ না দেওয়ায় বিতর্ক তৈরী হয়েছে।

English summary
West Bengal State Election Commission announced that re-election will be held on Sunday in two booths of Rajganj in Jalpaiguri district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X