For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিবেকানন্দের জন্মদিবসে শুভেন্দু বনাম অভিষেকের হাইভোল্টেজ মিছিল! সকাল হতেই স্বামীজির বাড়িতে শিশিরপুত্র

  • |
Google Oneindia Bengali News

স্বামীজির জন্মদিবস উপলক্ষ্যে এদিন সিমলাস্ট্রিটের বাড়িতে সকাল থেকেই ভিআইপি সমাবেশ ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে প্রথমেই সেখানে দেখা যায় শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতাকে। এরপর তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে বিজেপি নেতা তথা উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যকে সেখানে দেখা যায়।

 শিশির পুত্র ও স্বামীজির আদর্শ

শিশির পুত্র ও স্বামীজির আদর্শ

শুভেন্দু জানান, এই সিমলা স্ট্রিটে তিনি গত ২০ বছর ধরে আসছেন। ছাত্রাবস্থা থেকে শুরু করে কাউন্সিলার, বিধায়ক, সাংসদ হিসাবে তিনি এসেছেন। বাজডির অন্দরে সংস্কার কাজে ও কিছু নির্মাণের কাজে তিনি একটা অঙ্কের অনুদানও দিয়েছেন। তাঁর বক্তব্য মহারাজরা তাঁকে এই অনুমতি দেওয়ার তিনি খুশি। পাশপাশি জানান, হিন্দু ও স্বামীজির আদর্শবাদী ভারতীয়দের ধমনীতে।

 মিছিলের আগে শুভেন্দুর বক্তব্য

মিছিলের আগে শুভেন্দুর বক্তব্য

এদিন সকালে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পৌঁছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী। যাঁর নেতৃত্বে আজ কার্যত মিছিলের শক্তি পরীক্ষার লড়াইতে নামছে বিজেপি। শ্যামবাজার থেকে এদিন শুভেন্দুর মিছিল শেষ হবে সিমলা স্ট্রিটে। তার আগে এদিন সকালে শুভেন্দু বলেন,তাঁর সিমলা স্ট্রিটে শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গে রাজনীতির যোগ নেই। ফলে এটি নিয়ে রাজনৈতিক খোঁচা দেওয়ার কারণ নেই।

সুদীপের দাবি

সুদীপের দাবি

এদিন সকালে সিমলা স্ট্রিটে দেখা যায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বলেন, এই বাড়িতে প্রথম ইঁট গাঁথার সময় থেকে তিনি উপস্থিত ছিলেন । এরপর কেন্দ্রীয় সরকারের কাছে স্বামীজির একটি দ্বিতীয় বৃহত্তম মূর্তি নির্মাণের দাবি তোলেন সুদীপ। যা গুজরাতের বল্লভভাই প্যাটেলের মূর্তির উচ্চতার পরই যেন হয়, বলে বক্তব্য রাখেন সুদীপ।

শহরে হাইভোল্টেজ মিছিল

শহরে হাইভোল্টেজ মিছিল

এদিকে, বিবেকানন্দের জন্মদয়ন্তীতে এদিন শুভেন্দুকে টক্কর দিতে শহরে তৃণমূলের তরফে মিছিলে নামছেন অভিষেক। যদিও সেই মিছিলে দলীয় পতাকা থাকছে না। এই মিছিল গোলপার্ক থেকে শুরু হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, সিমলা স্ট্রিটে আর কিছুক্ষমে পৌঁছচ্ছেন অভিষেকও। অন্যদিকে, বিজেপির আরও একটি মিছিল শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিটে যাবে। সেখানে মুকুল রায় থেকে লকেটরা উপস্থিত থাকছেন। ফলে মিছিলের কলেবর থেকেই আজ শক্তি পরীক্ষার লিটমাস টেস্ট কলকাতার রাস্তায়।

English summary
On Vivekananda's birthday Suvendu Reaches Simla street at morning before his rally tussle with Abhishek
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X