For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুপুরবেলায় ঘনিয়ে এল রাত, তুমুল বৃষ্টির মাঝেই দিনেরবেলাও জ্বলে উঠল স্ট্রিট লাইট

রাতের বেলা দুপুর হলে, দুপুরে বেলা রাত হবে না কেন? এ প্রশ্নের উত্তর মিলে গেল এতদিনে! দুপুর বেলাও রাত হয়। আকাশ কালো করে ভরদুপুরেও গভীর রাত নেমে আসে। যেমনটা হল মঙ্গলবার দুপুরে। দুপুর তখন আড়াইটে।

Google Oneindia Bengali News

রাতের বেলা দুপুর হলে, দুপুরে বেলা রাত হবে না কেন? এ প্রশ্নের উত্তর মিলে গেল এতদিনে! দুপুর বেলাও রাত হয়। আকাশ কালো করে ভরদুপুরেও গভীর রাত নেমে আসে। যেমনটা হল মঙ্গলবার দুপুরে। দুপুর তখন আড়াইটে। ঘন কালো মেঘে ঢেকে গেল বাংলার আকাশ। চারদিকে নেমে এল গভীর অন্ধকার। দুপুর নাকি রাত তখন বোঝার উপায় নেই।

দুপুরবেলায় ঘনিয়ে এল রাত, তুমুল বৃষ্টির মাঝেই দিনেরবেলাও জ্বলে উঠল স্ট্রিট লাইট

শুধু দিনদুপুরে আঁধার ঘনিয়েই এল না। কড়কড় শব্দে আছড়ে পড়ল বাজ। মুহূর্মুহূ বাজে যেন আকাশ ভেঙে পড়বে মাথায়। আর সেইসঙ্গে নামল তুমুল বৃষ্টি। বর্ষার দ্বিতীয় দিনেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ভাসল মুষলধারে। শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই নয়, বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হল ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গেও
প্রথা ভেঙে এবার দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, যা বিগত ১৫ বছর ঘটেনি।

তারই প্রভাবে একেবারে কোমর বেঁধে নামল বর্ষার বৃষ্টি। সেই যে আড়াইটে নাগাদ বৃষ্টি শুরু হয়েছিল, তা খানিকক্ষণ দাপট দেখানোর পর টিপটিপ বৃষ্টি চলে রাত পর্যন্ত। দুপুরবেলায় অন্ধকার এতটাই ঘনিয়ে আসে যে এদিন স্ট্রিট লাইট জ্বালতে হয় কলকাতা-সহ বিভিন্ন শহর ও শহরতলির রাস্তায়।

এরই মধ্যে রাসবিহারীতে গাছ ভেঙে বিপত্তি ঘটে। যান চলাচল ব্যাহত হয়। বষ্টির জেরে শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে যায়। জল জমে যানজট তৈরি হয় পার্ক সার্কাস, ইএম বাইপাস-সহ বিভিন্ন জায়গায়। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দুই বঙ্গেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়াতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিন বাঁকুড়ায় ওন্দায় বজ্রপাতে মৃত্যু হল এক ফেরিওয়ালার।

এদিকে নবান্নও জোর তৎপরতা নিতে শুরু করেছে বর্ষায় বন্যা মোকাবিলা করার জন্য। বুধবার কলকাতার পার্শ্ববর্তী চার জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিকে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে ডিভিসির চেয়ারম্যানের বৈঠক হয়। সোমবার জলসম্পদ ভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী।

English summary
On the second day of monsoon, there was a heavy rainfall. The black cloud covered the sky and night starts at noon,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X