For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা কেমন কলকাতায় ?

দেশের ৬৮ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা। কুচকাওয়াচের জন্য় বন্ধ কলকাতার রেড রোড।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৬ জানুয়ারি : দেশের ৬৮ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা। কুচকাওয়াচের জন্য বন্ধ কলকাতার রেড রোড।

এদিকে নিরাপত্তা জোরদার করতে কলকাতায় রাস্তায় রয়েছে, ১০ টি ওয়াচ টাওয়ার, ১১ টি পুলিশ সহায়তা কেন্দ্র। থাকছে ১৪ টি অ্যাম্বুলেসের উপস্থিতি। সঙ্গে থাকছে ১০ টি বাঙ্কার, রয়েছে ১১ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, মোতায়েন রয়েছে ৩টি কুইক রেসপন্স টিম। আকাশ পথে ড্রোনের মাধ্যমে নজর রাখা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে জলপথেও আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা কেমন কলকাতায় ?

এছাড়াও, কলকাতার রাস্তাঘাট জুড়ে পর পর রয়েছে পুলিশি নিরাপত্তা বেষ্টনী। পার্কস্ট্রিট ,মেয়ো রোড সর্বত্র উঠে এসেছে পুলিশি নজরদারির ছবি। যে কোনও রকমের নাশকতার ছক বানচাল করতে গত পরশু থেকেই দেখা গেছে কড়া পুলিশি ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। মোতায়েন করা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার পুলিশ কর্মী। শহরের রাস্তায় চলছে তল্লাশি অভিযান। ভিক্টোরিয়া, চিড়িয়াখানার মতোশহরের যে কোনও রকমের জনবহুল এলাকায় মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুলিশ।

এদিকে রেড রোড বন্ধ থাকায়, উত্তরমুখী গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে জওহর লাল নেহেরু রোড দিয়ে। শহরের দক্ষিণের রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে যানজটের সেভাবে প্রভাব না পড়লেও, পরিস্থিতি বিশেষে গাড়ি ইডেন গার্ডেন্সের দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

English summary
On the occasion of the Republic day security tightened at kolkata. heavy security arrengments seen at sever places.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X