
রাজীবের তৃণমূলে ফেরার দিন দেবাংশুকে নিয়ে মিমের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়
একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ধুম লেগে গিয়েছিল ঘাসফুল শিবিরে৷ সে সময় সমর্থকদের সামনে একাধিক ভোট প্রচার মঞ্চ থেকে এই দল-বদলুদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সে সময় মন্টুরাম পাখিরার সমর্থনে একটি জনসভায় দাঁড়িয়ে দেবাংশু বলেছিলে, এই দল-বদলুরা ভোটের পর ফিরে আসতে চাইলে তিনি নিজে দিদির কালীঘাটের বাড়ির দরজার চৌকাঠে শুয়ে থাকবেন৷ যাতে এরা দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে দেখা করতে না পারে৷
ভোট মিটে গিয়েছে, আগেরবারের থেকেও বড় জয় নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। এবং তারপর থেকে মুকুল রায়, সব্যসাচী, বাবু মাস্টার থেকে একাধিক দলবদলুরা ফিরেছেন তৃণমূলে। রবিবার ত্রিপুরায় এই তালিকায় নতুন সংযোজন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন আগরতলার মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে ঘরে ফেরেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ আর এরপরই সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে মিমি ও মজার বন্যা বয়ে চলেছে৷

ফেসবুকে কে কী লিখছেন দেবাংশুকে নিয়ে?
অরিজিৎ কারার নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, দেবাংশু এবার পিসির চৌকাঠ থেকে উঠে পড় ভাই, রাজীবও তোর বুকে পা দিয়ে আবার দলে ঢুকে গেল। তোর জন্য খুব খারাপ লাগে।
কেচ্ছা নামক একটি পেজ থেকে দেবাংশুর ' অ্যাই রাজীব ভাগ স্লোগান' নিয়ে খোঁচা দিয়ে লেখা হয়েছে, 'এই রাজীব ভাগ! দেবাংশু কালীঘাটে শুয়েছিল, রাজীব ত্রিপুরা দিয়ে ঢুকে গেল।

কী বললেন শতরূপ ঘোষ?
ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ তাঁর পেজ থেকে লিখেছেন, 'একা একটা ছেলে আর কতগুলো রাজ্যের দরজা ধরে উপুড় হবে!'
শতরূপ ঘোষ আবারও নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে লিখেছেন, 'ওরে, একটা কচি ছেলে দরজার বাইরে শুয়ে আছে। আর কতজন পেটের ওপর দিয়ে মাড়িয়ে যাবি?'
রিয়া ভৌমিক এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, দেবাংশু চৌকাঠ হতে চেয়েছিল, পাপোশ হয়ে যাবে বুঝতে পারেনি, দুঃখের জীবন।'
অর্চিস্মান দাস নামে আর এক ফেসবুক প্রোফাইল থেকে লেখা হয়েছে, 'মন্টুরাম পাখিরার মিটিং এ গিয়ে কচি ছেলেটা জনতার পালস্ বুঝতে এতো ব্যস্ত হয়ে গেলো যে মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালস্ টা আর বোঝা হলোনা।'

এই সব সমালোচনা ও মিমের জবাবে কী বলছেন দেবাংশু?
রাজীবের বিজেপি যোগ দেওয়ার দিনে যাকে নিয়ে এত মিম, সমালোচনা, খিল্লি সোশ্যাল মিডিয়াতে সেই দেবাংশু ভট্টাচার্য কিন্তু শক্ত হাতেই ট্যাকেল করতে চাইলেন সমস্ত গুগলি। এদিন একটি ফেসবুক পোস্টে দেবাংশু লেখেন, 'বিজেপি দুর্বল হোক। বিজেপি আরো দুর্বল হোক। বিজেপি আরো অনেকটা দুর্বল হোক। তার বিনিময়ে চারটে মিম আর পাঁচটা টু লাইনার হজম করে নেব.. হজম করে নেব ওদের ডিঙিয়ে যাওয়ার "পিঠে" ব্যথাও'

রবিবার রাজীব তৃণমূলে ফেরার পর তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট
বিজেপি দুর্বল হোক। বিজেপি আরো দুর্বল হোক। বিজেপি আরো অনেকটা দুর্বল হোক।ভবিষ্যতে তৃণমূল ভাঙতে যাওয়ার আগে তাঁদের হাত কেঁপে উঠুক। এই Humiliation গুলো ওদের গালে দগদগে থাপ্পড়ের দাগের মত বেঁচে থাক আরো কয়েকটা বছর.. ওরা বুঝুক, চ্যাটার্ড ফ্লাইটের জ্বালানির খরচটাও সব সময় ওঠেনা। আল্ট্রা বিউটিফায়েড যোগদান মেলার ডেকরেটরের খরচটাও গচ্চা যায়। এমনকি গলায় দেওয়া নতুন উত্তরীয় গুলোর খুচরো পয়সার ইনভেস্টমেন্টও গায়ে জ্বালা ধরিয়ে দিয়ে যায় বিচ্ছিরি ভাবে।
ওরা বুঝুক। ব্ল্যাক হর্স ভেবে বিশেষ বিমানে "অপমান" উড়িয়ে নিয়ে আসার উপর টাকা ঢালা কতটা বাজে ব্যাবসায়িক পদক্ষেপ!
ওরা বুঝুক। ওদের মনোবল ভাঙুক। ভেঙে খানখান হয়ে যাক ওদের বেঁচে থাকা আত্মবিশ্বাসটুকু। তার বিনিময়ে চারটে মিম আর পাঁচটা টু লাইনার হজম করে নেব.. হজম করে নেব ওদের ডিঙিয়ে যাওয়ার "পিঠে" ব্যথাও।'
(দেবাংশু ভট্টাচার্য যেরকম লিখেছেন ফেসবুকে তা কোনওরকম সম্পাদনা না করে তুলে দেওয়া হল।)
