For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লজ্জা! স্বাধীনতার দিনে নেতাজির মূর্তিতেও আলকাতরা! কারা ওরা

বীর বিপ্লবী মহান দেশপ্রেমিকের মূর্তিতে আলকাতরা ঢেলে দিল কেউ বা কারা। এই ঘটনা শুধু নেতাজির অপমান নয়, এই ঘটনা জাতির অপমান।

Google Oneindia Bengali News

যাঁর স্থান আপামর ভারতবাসীর হৃদয়ে, তাঁকেই স্বাধীনতার পুণ্যদিনে কলুষিত করা হল। বীর বিপ্লবী মহান দেশপ্রেমিকের মূর্তিতে আলকাতরা ঢেলে দিল কেউ বা কারা। এই ঘটনা শুধু নেতাজির অপমান নয়, এই ঘটনা জাতির অপমান। আর এমন ঘটনার স্বাক্ষী থাকল এ রাজ্যই। স্বাধীনতার দিনে বীরভূমের খয়রাশোলে ঘটে গেল লজ্জাজনক এই ঘটনা। এই ঘটনায় নেতাজি গবেষকরা উচ্চৈস্বরে প্রতিবাদ জানিয়েছেন। নেতাজিপ্রেমীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

স্বাধীনতার দিনে নেতাজির মূর্তিতেও আলকাতরা!

খয়রাশোলে পাঁচড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে নেতাজির আবক্ষ মূর্তির উন্মোচনের কথা ছিল মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিনে। এক লক্ষ ২৬ হাজার টাকা ব্যয়ে স্থাপন করার কাজ শেষ হয়েছিল আগেই। কিন্তু এদিন উদ্বোধনের আগে দেখা যায় মূর্তিতে কেউ আলকাতরা ঢেলে দিয়ে গিয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এমনকী নাকটিও ভেঙে দিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনাটি প্রথমে নজরে আসার পরই খবর দেওয়া হয় পঞ্চায়েত প্রধানকে। খবর দেওয়া হয় পুলিশকেও। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কারা এমন লজ্জাজনক কাজ করল, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। স্থানীয়রা একজোট হয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁরা জানিয়েছেন, যারা এই কাজ করেছে তারা দেশদ্রোহী। তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আমরা আন্দোলনে নামব। অনেকে উচ্চপর্যায়ের তদন্তও দাবি করেছেন।

স্বাধীনতার দিনে নেতাজির মূর্তিতেও আলকাতরা!

এই ঘটনায় ক্ষুব্ধ নেতাজি গবেষকরাও। নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরী বলেন, 'নেতাজির মূর্তিতে আলকাতরা মাখিয়ে নেতাজিকে কালিমালিপ্ত করা যাবে না। নেতাজি মানুষের হৃদয়ে রয়েছেন। তাঁর স্বাধীনতা আন্দোলনের কৃতিত্বকেও খাটো করা যাবে না। যারা এটা করলেন, তাঁরা জাতির মঙ্গল চায় না। এই কাজ করে তাঁরা দেশদ্রোহিতার পরিচয় রেখেছে।'

এই কাজ বিকৃত মানসিকতা থেকেই করা হয়েছে। যে বা যারা এটা করেছে, সে বা তারা নেতাজিকে পছন্দ করতে পারে না। কিন্তু সে জন্য তারা যা করল, তাতে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।

English summary
On the day of independence, the idol of Netaji was also given dirty. It is shame.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X