For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে পা রেখেই 'ফাইটার দিদি' কোন স্টান্স নেবেন, তৃণমূলের নয়া প্রচার ভিডিও ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনে কার্যত সোশ্যাল মিডিয়ার হাত ধরেই বিজেপি প্রচারে ছাপিয়ে গিয়েছিল বিপক্ষকে। এবার সেই বিজেপি, তৃণমূলের বিপক্ষ মমতার গড়ে। এমন এক পরিস্থিতিতে ক্রমেই কলকাতা থেকে ১৩৪ কিলোমিটার দূরের নন্দীগ্রামের মেগা ডুয়েলে মমতা বনাম শুভেন্দুর লড়াই লাইমলাইট কাড়ছে। সেই পরিস্থিতিতে এবার তৃণমূল নিয়ে এল নয়া প্রচার ভিডিও।

হাইভোল্টেজ নন্দীগ্রাম ও মমতা

হাইভোল্টেজ নন্দীগ্রাম ও মমতা

নন্দীগ্রামের মেগা ব্যাটল এই মুহূর্তে গোটা রাজ্যের ফোকাসে। যুযুধান দুইপক্ষ শুভেন্দু বনাম মমতার এই লড়াই কার্যত দুই পার্টির প্রেস্টিজ ফাইট। ইতিমধ্যেই এই লড়াইয়ে দুই পক্ষের প্রচার নজর কেড়েছে। এবার বিজেপিকে ছাপিয়ে তৃণমূল একদান এগিয়ে থাকতে চেয়ে নেট মাধ্যমে আনল নয়া প্রচার সিরিজ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য চরিত্র।

 'ফাইটার দিদি'

'ফাইটার দিদি'

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের যুদ্ধকে কেন্দ্র করে শুরু হল 'ফাইটার দিদি' অ্যানিমশন সিরিজ। সিরিজের প্রথম ভিডিওতেই দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যানিমেটেড রূপ। যেখানে কার্যত দিদি সংহার রূপ নিয়েছেন।

 বিপক্ষে কারা?

বিপক্ষে কারা?

দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী থেকে মিঠুন চক্রবর্তীর আদলে কয়েকটি চরিত্র এই ভিডিওতে রয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে যে অ্যানিমেটেড চরিত্রটি কার্যত অ্যাকশনের মেজাজে রয়েছে। ভিডিওতে কোনও পার্টির নাম দেওয়া হয়নি।

'ফাইটার দিদি' কাদের সংহার করছেন?

'ফাইটার দিদি' কাদের সংহার করছেন?

এই নন্দীগ্রামের সংহার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যানিমেটেড চরিত্রটিকে দেখা যাচ্ছে 'বহিরাগত'দের সংহার করতে। তার আগে দেখানো হয়েছে, এই 'বহিরাগত'রা নন্দীগ্রামবাসীর উপর অত্যাচার করছেন। আর তার পরই দিদি নেমেছেন 'ফাইটার' রূপ নিয়ে।

কাদের দমনে দিদি?

এদিকে, এই ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা রয়েছে, যযখনই বাংলায় অন্যায় হয়েছে, তখনই 'আপনার হয়ে কথা বলবে একটি কণ্ঠ'। আর সেই কণ্ঠই যে 'বাংলার নিজের মেয়ে' তা জানান দিয়েছে তৃণমূলের এই পোস্ট। যেখানে বলা হয়েছে মানুষের অধিকার রক্ষায় চিরকাল পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
On Mamata vs Suvendu contest at Nandigram, TMC releases new campaign video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X