For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুতে সুপ্রিমকোর্টকে মমতা সরকার কী জানাল! উঠল 'সরকারি আমলা' প্রসঙ্গ

  • |
Google Oneindia Bengali News

বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের কোনও দরকার নেই। এদিন হামতাবাদের বিজেপির বিধায়কের মৃত্যুর প্রসঙ্গে সুপ্রিমকোর্টে এই বক্তব্যই পেশ করে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও এদিন কোন কোন বক্তব্য এই মামলা ঘিরে মমতা সরকার পেশ করেছে দেখা যাক।

 বাঁধা ছিল হাত, উদ্ধার ঝুলন্ত দেহ

বাঁধা ছিল হাত, উদ্ধার ঝুলন্ত দেহ

ঘটনা ১৩ জুলাইয়ের। যেদিন হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেদিন তাঁর হাত ছিল বাঁধা। আর এরপর থেকেই বিজেপি এই ঘটনায় খুনের অভিযোগ তোলে। দাবি করা হয়, খুন করে হেমতাবাদের বিধায়ককে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেখান থেকে তা যায় সুপ্রিম কোর্টে।

 সুপ্রিমকোর্টে মমতা সরকারের দাবি

সুপ্রিমকোর্টে মমতা সরকারের দাবি

এদিকে, সুপ্রিম কোর্টে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়। আর তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে মমতা সরকার জানায় যে এই ঘটনা নিছকই আত্মহত্যা। এতে কোনও রাজ্যসরকারী আমলার ভূমিকা নেই। পাশাপাশি মমতা সরকারের সাফ দাবি, এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের প্রয়োজন নেই।

রাজ্য পুলিশ কী জানিয়েছে?

রাজ্য পুলিশ কী জানিয়েছে?

সুপ্রিম কোর্টে রাজ্য পুলিশ জানিয়েছে, অসমর্থিত টুইট ও খবরের ভিত্তিতে এই আর্জি দাখিল করা হয়েছে প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটের প্রসঙ্গ তুলে ধরা হয় এক্ষে্রে সিবিআই তদন্তের আর্জিতে।

সিআইডি কী জানিয়েছে?

সিআইডি কী জানিয়েছে?

ঘটনা নিয়ে এর আগে সিআইডি জানিয়েছে যে নিছকই আত্মহত্যা করেছেন বিজেপি বিধায়ক। আত্মহত্যার প্ররোচনায় নিলয় সিং ও মাবুদ আলিকে অভিযুক্ত কার হয়।

English summary
On Hemtabad's BJP MLA's death Bengal Government gives report to Supreme court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X