সোনার দাম ধনতেরাসে কোথায় দাঁড়াল! ১৩ নভেম্বর কলকাতায় দর একনজরে
ধনতেরাস (Dhanteras) উপলক্ষ্যে কেনাকাটার উৎসাহ বাড়তে দেখা যায় দেশে। এদিকে, করোনাকালে ধনতেরাসের উৎসাহে খানিকটা হলেও ভাঁটা পড়েছে। এমন দিকে সোনা , রুপোর গয়নার কেনার দিকে ট্রেন্ড থাকে। আর ২০২০ সালের ধনতেরাসে অর্থাৎ ১৩ নভেম্বর সোনার দাম (Gold Price) ভারতে কোথায় গেল দেখে নেওয়া যাক।

ধনতেরাসে সোনার দাম
ধনতেরাসে আজ সোনার দাম মাল্টি কমোডিটি গোল্ড ফিউচারে ০.০৭ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৫০, ৬৩৫ টাকা। তবে গত অগাস্ট মাসের রেকর্ড দাম বৃদ্ধির থেকে এদিন দাম অনেকটাই কম।

রুপোর দাম
এদিন রুপোর দাম এক কেজিতে খানিকটা কমেছে। রুপোলী ধাতু ধনতেরাসের দিন ০.২ শতাংশ পড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দর আজ ৬২, ৬১৫ টাকা।

সোনার দাম কলকাতায়
আজ বিকেল ৬ টা পর্যন্ত রয়েছে কেনা কাটার সময় ধনতেরাসের তিথি অনুযায়ী। এদিকে সোনার দাম কলকাতায় ২২ ক্যারেটে হয়েছে ৪৯,০৫০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে ৫৩, ৫৪০ টাকা।

ধনতেরাসে অন্যান্য শহরে সোনার দাম
৪৭,৮৮০ টাকা ২২ ক্যারেটে দাঁড়িয়েছে সোনার দাম রয়েচে চেন্নাইতে। ২৪ ক্যারেটে সোনার দাম ৫২,২০০ টাকা। মুম্বইতে ৪৯, ৮৭০ টাকা এদিন ২২ ক্যারেট সোনার দাম, ২৪ ক্যারেটে মুম্বইতে ৫০, ৮৭০ টাকা দাম। দিল্লিতে সোনার দাম ৪৯, ২৬০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে দাম ৫৩, ৬৩০ টাকা।
(তথ্যসূত্র- গুড রিটার্নস)