For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বনধে উত্তরবঙ্গে ধুন্ধুমার অবস্থা! উত্তরকন্যা অভিযান ও কর্মীর মৃত্যু নিয়ে অমিত শাহের কানে উঠল একাধিক তথ্য

  • |
Google Oneindia Bengali News

কৈলাস বিজয়বর্গীয় সাফ জানিয়েছেন , কোনও মতেই সেই পুলিশ কর্মীদের ছাড়া হবে না যাঁরা বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর জন্য দোষী। অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশ সাফ জানিয়েছে, কোনও গুলি চালানো হয়নি বিজেপির উত্তরকন্যা অভিযানে। এমন এক পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গে বিজেপির ১২ ঘণ্টা বনধ। কেমন আছে উলেন রায়ের দরিদ্র পরিবার ? পরিস্থিতি নিয়ে বঙ্গবিজেপি কোন দিকে? দেখাযাক।

উলেন রায়ে পরিবারের পরিস্থিতি

উলেন রায়ে পরিবারের পরিস্থিতি

উত্তরবঙ্গের মেনঘোরার গ্রামের তিন ছেলেমেয়ে, স্ত্রী, বৃদ্ধ বাবাকে নিয়ে দারিদ্রের সংসার ছিল উলেন রায়ের। একটি ঘটনার জেরে সেই সংসার কার্যত এখন আরও দারিদ্রতার দিকে। কেঁদে আকুল উলেনের স্ত্রী। উলেনের বাবা একসময়ে এসইউসিআইয়ের হয়ে পঞ্চায়েত ভোটে লড়েছেন। তবে রাজনৈতিক আন্দোলনে এভাবে ছেলের মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না।

নাড্ডার ফোন দিলীপ ঘোষকে

নাড্ডার ফোন দিলীপ ঘোষকে

এর আগে উলেন রায়ের মৃত্যুর খবরের বিষয়ে ও উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতির খবর পেয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ফোন করেন দিলীপ ঘোষকে। তখনই তিনি জানতে চান উলেন রায় সম্পর্কে। নাড্ডা জানতে চান পুলিশের ভূমিকা নিয়ে। আর মিছিলে থাকা দিলীপ ঘোষ তার বর্ণনাও দিয়েছেন নাড্ডাকে।

 অমিত শাহের কানে উঠল পরিস্থিতি

অমিত শাহের কানে উঠল পরিস্থিতি

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির তাবড় সেনানায়ক অমিত শাহকে গোটা পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। বঙ্গ বিজেপির থেকে উত্তরকন্যা অভিযান সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে অমিত শাহকে অবহিত করা হয়।

 উত্তরবঙ্গ বনধে সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি

উত্তরবঙ্গ বনধে সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি

এদিকে,বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে এদিন সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি উত্তরবঙ্গে। কোচবিহারে জ্বালানো হয় টায়ার। এদিনের ১২ ঘণ্টা বনদে কোচবিহারের বাস টার্মিনাসে বিজেপি-পুলিশ ধ্বস্তাধ্বস্তি শুরু হয়।

English summary
On BJP Worker's death in Uttar kanya movement Nadda calls Dilip , Amit Shah informed of the situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X