সুকান্তের টিমে দিলীপ অনুগামীদের জায়গা কোথায়? একনজরে বিজেপির নতুন রাজ্য কমিটিতে কারা এলেন, কারা গেলেন
কলকাতা পুরসভার ফল বেরনোর পর দিনই পশ্চিমবঙ্গ (west bengal) বিজেপি (BJP) তাদের নতুন রাজ্য কমিটি ঘোষণা করল। এই কমিটিতে জগন্নাথ সরকার এবং সৌমিত্র খাঁকে নতুন সহ সভাপতি করা হয়েছে। ইন্দ্রনীল খানকে যুব মোর্চার সভাপতির পদে বসানো হয়েছে। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রাজ্য সভাপতি হওয়ার পরে নতুন করে এই কমিটি গঠন করা হল।

সহ সভাপতিদের তালিকা
সহ সভাপতিদের তালিকা থেকে বাদ পড়েছে জয়প্রকাশ মজুমদার। নতুন তালিকায় অন্তভুক্ত হয়েছেন সাংসদ জগন্নাথ সরকার এবং সৌমিত্র খাঁ। এছাড়াও তালিকায় রয়েছেন অর্জুন সিং, রথীন বসু, খগেন মুর্মু, শ্যামাপদ মণ্ডল, সঞ্জয় সিং, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা বৈদ্য, সমিত দাস এবং মধুছন্দা কর।

সাধারণ সম্পাদক
সাধারণ সম্পাদকের তালিকায় নতুন অন্তর্ভুক্তি অগ্নিমিত্রা পাল। তাঁকে মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে সরানো হয়েছে। এই তালিকায় আগের মতোই রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাত, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়।

সম্পাদক
সম্পাদক পদে আনা হয়েছে উত্তরবঙ্গের বিধায়ক শঙ্কর ঘোষকে। এছাড়াও তালিকায় রয়েছেন গোপাল সাহা, গৌরীশঙ্কর ঘোষ, ফাল্গুনী পাত্র, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, অশোক দিন্দা, বিমান ঘোষ, নবারুন নায়েক, সোনালী মুর্মু, লক্ষ্মণ ঘরুই, দীপাঞ্জন গুহ, উমেশ রাই এবং আশিস বাপত।

অন্য পদাধিকারীরা
যুগ্ম কোষাধ্যক্ষ পদে রয়েছেন প্রবীণ আগরওয়াল, অফিস সম্পাদক প্রণয় রায়, যুগ্ম অফিস সম্পাদ পীযুষ মণ্ডল।

মহিলা মোর্চার সভানেত্রী বদল
মহিলা মোর্চার নেত্রী পদ থেকে অগ্নিমিত্রা পালকে সরিয়ে আনা হয়েছে তনুজা চক্রবর্তীকে। যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, তফশিলি মোর্চার সভাপতি সুদীপ দাস, আদিবাসী মোর্চার সভাপতি জুয়েল মুর্মু, ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস, কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী।

মুখপাত্র
বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে শমীক ভট্টাচার্যকে। এছাড়াও অন্য মুখপাত্ররা হলেন, জয়প্রকাশ মজুমদার, মোহিত রায়, শ্রীরূপা মিত্র চৌধুরী, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিমলশঙ্কর নন্দ, দেবজিৎ সরকার, শতরূপা, সুদীপ্ত গুহ, রুদ্রনীল ঘোষ, অরিন্দম ভট্টাচার্য।

জনসংযোগ
ইনচার্জ করা হয়েছে শিশির বাজোরিয়াকে। সহকারী হিসেবে রাখা হয়েছে অনুপম ঘোষকে।

মিডিয়া প্যানেলিস্ট
অর্চনা মজুমদার, দীপ্তিমান সেনগুপ্ত, কেয়া ঘোষ, রাজলক্ষ্মী বসু, সজল ঘোষ, অরুণ শাহ, রাজর্ষী লাহিড়ী, রাজ চৌধুরী, পলাশ অধিকারী, তমসা চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া ইনচার্জ করা চহয়েছে উজ্জ্বল পারিখকে। ৪ কো-ইচার্জ হলেন রাকেশ বসু, নীলাঞ্জন দাস, বিনয় ঘোষাল, রত্নেশ সিং।

তথ্যপ্রযুক্তি
ইনচার্জ হলেন জয় মল্লিক। সহকারী রাম্যজ্যোতি সরকার।

মিডিয়া ডিপার্টমেন্ট
ইনচার্জ করা হয়েছে তুষারকান্তি ঘোষকে। দুইসহকারী হলেন সপ্তর্ষি চৌধুরী এবং কালীচরণ সাউ।

দেশ জুড়ে আয়কর হানা, তল্লাশি একের পর এক চিনা মোবাইল সংস্থায়