For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে যোগ দিলেন প্রদেশ কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা ওমপ্রকাশ! গুরুভার তুলে দিলেন মমতা

প্রদেশ কংগ্রেসের আরও এক নক্ষত্র পতন। দীর্ঘদিনের কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র শেষপর্যন্ত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

  • |
Google Oneindia Bengali News

প্রদেশ কংগ্রেসের আরও এক নক্ষত্র পতন হল বুধবার। দীর্ঘদিনের কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র শেষপর্যন্ত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যোগদানের কথা ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীও।

ওমপ্রকাশের দলবদল

ওমপ্রকাশের দলবদল

এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় প্রবেশ করার পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। তিনি প্রথম বিধানসভা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তার কথা হয়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যোগদানের কথা ঘোষণা করেন।

তৃণমূলের এডুকেশন সেলের দায়িত্বে

তৃণমূলের এডুকেশন সেলের দায়িত্বে

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ওমপ্রকাশ মিশ্রকে তৃণমূলের এডুকেশন সেলের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁকে তৃণমূলের কোর কমিটিতেও রাখা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তাঁর আনুষ্ঠানিক যোগদান স্রেফ সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াল।

কংগ্রেস ও তৃণমূল জোটের পক্ষে সওয়াল

কংগ্রেস ও তৃণমূল জোটের পক্ষে সওয়াল

ওমপ্রকাশ মিশ্র বাংলায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোটের হয়ে সওয়াল করে এসেছেন দীর্ঘদিন। তিনি মনে করেন বিজেপিতে ঠেকাতে দুই দলের জোট বাঁধা জরুরি। কিন্তু তাঁর কথায় কর্ণপাত করেনি দল। দলে তিনি গৌণ হয়ে পড়েছিলেন, তাই দলবদলের সিদ্ধান্ত নিলেন।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান

এদিন বিধানসভায় একদিকে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্ররা সংবর্ধনা দিচ্ছেন সাংসদ তথা লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে, তখন সেই অনুষ্ঠানে না গিয়ে প্রবীণ কংগ্রেস নেতা বিধানসভাতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। কংগ্রেসে কোণঠাসা হয়েই তিনি দলবদল করলেন বলে রাজনৈতিক মহলের জল্পনা।

রাজ্যসভার সংসদ করতে পারে তৃণমূল

রাজ্যসভার সংসদ করতে পারে তৃণমূল

ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে গুঞ্জন, তাঁকে রাজ্যসভার সংসদ করতে পারে তৃণমূল। কয়েকদিনের মধ্যেই রাজ্যসভার বেশ কয়েকটি আসনে ফাঁকা হবে। সেই আসনে স্থান পেতে পারেন ওমপ্রকাশবাবু। ফলে তৃণমূলে তাঁর ভবিষ্যৎ অনের উজ্জ্বল হবে বলেই কোণঠাসা হয়ে থাকা ওমপ্রকাশ দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

English summary
Omprakash Mishra joins in TMC leaving Congress at Assembly. CM Mamata Banerjee gives him the charge of education cell,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X