For Quick Alerts
For Daily Alerts
দমদমে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হল। অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। কার্যালয়ের ভিতরে থাকা দলের কর্মীদেরও মারধর করা হয়। যার ফলে তাদের হাসপাতালে নিয়ে যেতে হয় বলে জানা গিয়েছে।

আচমকা হামলা
আসন্ন ভোট উপলক্ষ্যে এই নির্বাচনী কার্যালয়টি বিজেপি তৈরি করেছে। নানা ধরনের প্রচারমূলক কাজের প্রস্তুতি এখানে চলে। আচমকা এদিন কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়। শাসক দলে আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায় বলে খবর।

মার খেয়ে হাসপাতালে
বিজেপি কর্মী চণ্ডীচরণ রাই এই ঘটনার ফলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

অভিযুক্ত তৃণমূল
ঘটনার পর এলাকার প্রার্থী শমীক ভট্টাচার্য ঘটনাস্থলে গিয়েছেন বলে খবর। একেবারে দিনেদুপুরে এই ঘটনা ঘটায় রাজ্য সরকারকেই দুষছেন গেরুয়া শিবিরের কর্মীরা।