For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবলুপ্তপ্রায় দড়ি টানাটানি প্রতিযোগিতায় মাতল বাদুড়িয়া

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা আজ প্রায় অবলুপ্ত। এক সময় গ্রাম বাংলার এই বহুল প্রচলিত খেলাকে অনেকেই বলে কাছি টানাটানি খেলা।

  • |
Google Oneindia Bengali News

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি খেলা আজ প্রায় অবলুপ্ত। এক সময় গ্রাম বাংলার এই বহুল প্রচলিত খেলাকে অনেকেই বলে কাছি টানাটানি খেলা। ঐতিহ্যবাহী এই খেলাকে ধরে রাখতে বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের জগন্নাথপুর গ্রামে অনুষ্ঠিত হল অভিনব কাঁচি টানাটানি প্রতিযোগিতা হল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো আটটি দল মহাকুমার বিভিন্ন জায়গা থেকে। উদ্যোক্তা জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত।

অবলুপ্তপ্রায় দড়ি টানাটানি প্রতিযোগিতায় মাতল বাদুড়িয়া

মোটা কাঁচি দড়ি নিয়ে দু'প্রান্তে ১০ জন করে দাঁড়িয়ে মাঠের মধ্যে দড়ি টানাটানি কে কাকে ফেলবে এই লড়াই দেখতে মানুষের ঢল নামে জগন্নাথপুর প্রাইমারি স্কুল মাঠে। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে রেজওয়ান মন্ডল আব্দুল করিম মণ্ডল রাকিবুল কয়াল এদের উদ্যোগে এই কাছে টানা প্রতিযোগিতা। গ্রাম বাংলার তুলে ধরেছে স্থানীয় গ্রামবাসীর থেকে শুরু করে আর লাগবে না বাইরে থাকা আসা এই প্রতিযোগিতা দেখতে মানুষ বাহবা দিচ্ছে। এই ধরনের উদ্যোগকে।

পুরনো ঐতিহ্য পরম্পরা তুলে ধরার সঙ্গে মূল উদ্দেশ্য, একদিকে যেমন ব্যায়ামের মাধ্যমে শারীরিক সুস্থতার সচেতনতা, অন্যদিকে বাল্যবিবাহ রোধ, যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে নতুন সমাজ গড়ার ডাক। পাশাপাশি, সেভ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতাবোধ, শিশুশ্রম বিরোধী ও সবুজায়ন ঘটানো সহ সাতটি সামাজিক সচেতনতামূলক উদ্দেশ্য নিয়ে তাদের এই প্রতিযোগিতা। সম্পূর্ণ বিনা পয়সায় খেলার প্রতি আরোও বেশি মানুষ আগ্রহ দেখায়। আজ যা একেবারেই বিলুপ্ত।

পৃথিবীর অনেক দেশেই এ খেলা প্রচলিত। ইংরেজিতে একে বলে টাগ অব ওয়ার, টাগ ওয়ার, রোপ ওয়ার বা আফ্রিকান্স। নৌকাবাইচ, ডাংগুলি, কুস্তি, পাঁচগুটি, বাঘবন্দী, গোল্ললাছুট, হা-ডু-ডু খেলা, কানামাছির মতোই প্রাচীন খেলা দড়ি টানাটানি। এ খেলাটি মূলত শক্তি পরীক্ষার খেলা। শহুরে জীবনে তা হারিয়ে গেলেও গ্রামে-গঞ্জে এখনও এই খেলা টিকে রয়েছে।

English summary
Obsolete sport tug of war organised in Baduria
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X