For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় করোনার তাণ্ডবলীলার মাঝেই কমছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা! পরিস্থিতি একনজরে

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে প্রতিদিনিই প্রায় করোনার সংক্রমণ নতুন রেকর্ড তৈরি করছে। ১৬ জুলাইয়ের মেডিক্যাল বুলেটিন রাজ্যের ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরেছে। এরইমধ্যে রাজ্যে কনটেইমেন্ট জোন নিয়ে এবার নতুন খবর আসতে শুরু করল।

 কমছে রাজ্যের কনটেইনমেন্ট জোন

কমছে রাজ্যের কনটেইনমেন্ট জোন

রাজ্যের রাজধানী কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা আপাতত ২৪ এ নেমেছে। এমন পরিস্থিতিতে বহু হেল্থ অফিসার বিস্ময় প্রকাশ করলেও, কলকাতা পুরসভার তরফে যুক্তি দিয়ে বোঝানো হয়েছে যে কেন কলকাতায় কনটেইমেন্ট জোনের সংখ্যা
বেশি হয়েছে।

 কেন কমছে কনটেইমেন্ট জোনের সংখ্যা ?

কেন কমছে কনটেইমেন্ট জোনের সংখ্যা ?

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন , গত ৭ দিনে বহু কনটেইনমেন্ট জোন থেকেই নতুন করে করোনা রোগীর সন্ধান মেলেনি। ফলে ৭ দিনের হিসাব ধরে কলকাতার কনটেইনমেন্ট জোন কমানো হচ্ছে। মেয়র জানিয়েছেন, কলকাতায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের অনেকেই ভিন রাজ্যের বাসিন্দা। কলকাতায় চিকিৎসা করাতে এসে মারা যাচ্ছেন।

 কনটেইনমেন্ট জোনের পরিসংখ্যান

কনটেইনমেন্ট জোনের পরিসংখ্যান

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন , কলকাতায় ১১ টি স্পট বাদ গিয়েছে কনটেইনমেন্ট জোনের তালিকা থেকে। অন্যদিকে, ৭ টি জোন নতুন করে তালিকায় ঢুকেছে। কারণ , ওই ৭ টি জোনে নতুন করে সংক্রমিতের খবর পাও.য়া গিয়েছে গত ৭ দিনের হিসাবে।

স্বাস্থ্যদফতরের তালিকা ও কলকাতার নতুন কনটেইনমেন্ট জোন

স্বাস্থ্যদফতরের তালিকা ও কলকাতার নতুন কনটেইনমেন্ট জোন

কলকাতায় যে তালিকা প্রকাশ পেয়েছে , তাতে দেখা গিয়েছে , ১৮/১ ডোভার লেন , ৬ শরৎ বোস রোড, ৪৬/ ১ শরৎ বোস রোড রয়েছে কলকাতার কনটেইমেন্ট জোনে। ফলে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও গড়িয়াহাট এলাকা আপাতত উদ্বেগে। অন্যদিকে, পোস্তার ১০ সি, ১১, ১২, ১৭/১, আলিপুরের রাদা সন্তোষ রায় রডের ১৫,১৫ সি, ১৭, ২৫, মুদিয়ালির পাহাড়পুর ও বালিগঞ্জের জাস্টিস চন্দ্রমাধব রোড রয়েছে এই তালিকায়।

টিকটকের মালিকানা এবার আমেরিকার হাতে! ব্যাবসা বাঁচাতে চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন সংস্থার?টিকটকের মালিকানা এবার আমেরিকার হাতে! ব্যাবসা বাঁচাতে চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন সংস্থার?

English summary
Number of Containment zone decreased in Kolkata amid huge corona scare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X