For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উই ওয়ান্ট জাস্টিস' ধ্বনিতে সরব বাংলার মেডিক্যাল কলেজগুলি! সিনিয়র-জুনিয়রদের স্লোগান ভিডিও ভাইরাল

বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল এই মুহূর্তে একটাই স্লোগান 'উই ওয়ান্ট জাস্টিস ' এ নিয়ে ফুঁসে ফঠছে ক্ষোভে। এনআরএস কাণ্ডে যে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা আর সেই আন্দোলনে শামিল সিনিয়ররাও।

Google Oneindia Bengali News

বাংলার সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল এই মুহূর্তে একটাই স্লোগান 'উই ওয়ান্ট জাস্টিস ' এ নিয়ে ফুঁসে ফঠছে ক্ষোভে। এনআরএস কাণ্ডে যে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা আর সেই আন্দোলনে শামিল সিনিয়ররাও। বাংলা থেকে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে মুম্বই পর্যন্ত।

উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে সরব বাংলার সব মেডিক্যাল কলেজ! ইন্টার্নদের পাশে সিনিয়র ডাক্তাররাও

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডেডলাইন দিয়েছিলেন সেদিন দুপুর ২ টো পর্যন্ত , তার মধ্যে চিকিৎসকদের কাজে ফিরে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে সেদিকে কার্যত কোনও রকমের তোয়াক্কা না করেই , আন্দোলনের রাস্তায় অনড় থেকে এনআরএসের জুনিয়র ডাক্তাররা দাবি করেন মুখ্যমন্ত্রীকে আসতে হবে এনআরএস চত্বরে। কথা বলতে হবে, সহমর্মিতার সঙ্গে, নিশ্চিত করতে হবে তাঁদের নিরাপত্তা। কিন্তু চিকিৎসকদের সেই বার্তাতে কোনও রকমের প্রতিক্রিয়া দেননি মমতা। এরপর থেকেই গণ ইস্তফার রাস্তায় হাঁটেন চিকিৎসকরা। সাগর দত্ত কলেজ, উত্তরবঙ্গ কলেজ, সিউড়ি হাসপাতাল, আরজিকর, এসএসকেএমের চিকিৎসকরা এক যোগে ইস্তফা দিতে শুরু করেন। এদিন আর জিকর হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের ইস্তফার পরই উঠে আসে সেই স্লোগান 'উই ওয়ান্ট জাস্টিস'..! যে স্লোগান দিয়ে এদিন সিনিয়রদের প্রতি কুর্ণিশ জানান জুনিয়ররা।

ঠিক এই 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিয়েই এসএসকেএম বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে হাওয়া বুঝিয়ে দিয়েছিল এসেসকেএম চত্বর। জুনিয়র চিকিৎসকদের তীব্র ক্ষোভের আওয়াজ হয়ে উঠেছিল 'উই ওয়ান্ট জাস্টিস'। যে স্লোগান কার্যত ঢেকে দিয়েছিল মুখ্যমন্ত্রীর সেদিনের 'হুঁশিয়ারি'কে। আজও সেই আওয়াজ নিয়েই পথে নামতে চলেছে এনআরএস। আর সেই স্লোগানকে সঙ্গী করেই আর জিকর থেকে এসএসকেএম ফেটে পড়ছে ক্ষোভে।

English summary
NRS issue update, mass resignation of doctors with we want justice slogan in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X