For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে বিতর্কিত মন্তব্যের জের, মহুয়াকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠালেন বিজেপি সাংসদ

Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য় করায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তরফে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হল তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে৷ চলতি মাসের ২৫ তারিখের মধ্য়ে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে৷ যদিও এবিষয়ে মহুয়া মৈত্র জানিয়েছেন, তিনি এখনও কোনও নোটিস পাননি৷

প্রহ্লাদ যোশী আগেই ইঙ্গিত দিয়েছিলেন

প্রহ্লাদ যোশী আগেই ইঙ্গিত দিয়েছিলেন

একটি সূত্রে জানা গিয়েছিল মহুয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না কেন্দ্র৷ কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আগেই ইঙ্গিত দিয়েছিলেন, মহুয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে৷ তিনি বলেছিলেন, 'এভাবে রাম মন্দির রায়, প্রধান বিচারপতি এবং অন্য়ান্য় প্রসঙ্গ তুলে ধরা গুরুতর ব্য়পার৷ আমরা উপযুক্ত পদক্ষেপ করার কথা ভাবছি৷'

বিজেপি সাংসদের মতে নিয়ম ভেঙেছেন মহুয়া

বিজেপি সাংসদের মতে নিয়ম ভেঙেছেন মহুয়া

যোশীর সেই ইঙ্গিত স্পষ্ট হতে চলেছে৷ স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হল মহুয়াকে৷ বিধি অনুযায়ী, সংসদে বিতর্কের সময় প্রতিটি সদস্যকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মানরক্ষার বিষয়টি স্মরণে রাখতে হবে৷ কিন্তু বিজেপির ওই সাংসদের মতে নিয়ম ভেঙেছেন মহুয়া৷ সেকারণে নোটিস পাঠানো পাঠানো হচ্ছে তাঁকে৷

প্রধান বিচারপতির নাম উল্লেখ করেননি মহুয়া মৈত্র

প্রধান বিচারপতির নাম উল্লেখ করেননি মহুয়া মৈত্র

যদিও নিজের বক্তব্য়ের কোথাও প্রধান বিচারপতির নাম উল্লেখ করেননি মহুয়া মৈত্র৷ অন্য় একটি সূত্রের খবর, সংসদের বিতর্কের সময় বর্তমান বিচারপতিদের সম্মান রক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে৷ প্রাক্তনদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য় হবে কি না সেই প্রশ্নও উঠছে৷

কী বলেছিলেন মহুয়া

কী বলেছিলেন মহুয়া

৯ ফেব্রুয়ারির দিন বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্য়ের উপর আলোচনা চলছিল৷ বক্তব্য় রাখছিলেন মহুয়া মৈত্র৷ তিনি বলেন, 'দেশের বিচারব্য়বস্থা আর পবিত্র নেই৷ যে দিন থেকে প্রধান বিচারপতি নিজের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগের বিচার নিজেই করছেন সেদিন থেকে ভারতীয় বিচারব্য়বস্থার পবিত্রতা নষ্ট হয়েছে৷ নিজেকে নির্দোষ ঘোষণা করা এবং রাজ্য়সভায় সাংসদ হিসেবে নিজের মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছেন৷ জেড ক্য়াটাগরির নিরাপত্তা পেয়েছেন৷' মহুয়া মৈত্র দেশের বিচারব্য়বস্থা নিয়ে বললেও কোনও বিচারপতির নাম তিনি করেননি৷ মহুয়ার ওই বক্তব্য়ের পরিপ্রেক্ষিতে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠিয়েছেন বিজেপি সাংসদ৷

English summary
Notice sent to TMC MP Mahua Moitra on privilege motion moved against her by BJP MP Nishikant Dubey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X