For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাহিত্যিক শঙ্করীপ্রসাদ বসুর জীবনাবসান

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শঙ্করীপ্রসাদ
কলকাতা, ৭ জুলাই: প্রয়াত হলেন সাহিত্যিক শঙ্করীপ্রসাদ বসু। গতকাল সন্ধেবেলা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯২৮ সালের ২১ অক্টোবর হাওড়ায় জন্মগ্রহণ করেন শঙ্করীপ্রসাদ বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করার পর সেখানেই শিক্ষকতার শুরু। কিন্তু পাঠক সমাজে তিনি সমাদৃত হন 'বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ' বইটি লিখে। সাত খণ্ডের এই বইটি মূলত স্বামী বিবেকানন্দের ওপর লেখা একটি গবেষণাধর্মী গ্রন্থ। এই বইটি ১৯৭৮ সালে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিল। এ ছাড়াও স্বামী বিবেকানন্দের ওপর অনেকগুলি বই লিখেছেন তিনি। যেমন 'বন্ধু বিবেকানন্দ', 'স্বামী বিবেকানন্দ: নতুন তথ্য নতুন আলো', 'সহাস্য বিবেকানন্দ' ইত্যাদি। ভগিনী নিবেদিতার ওপর লেখা বইগুলি হল 'আমাদের নিবেদিতা', 'নিবেদিতা লোকমাতা' ইত্যাদি। এ ছাড়া রামকৃষ্ণ পরমহংস, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর ওপর গবেষণাধর্মী বই লিখেছেন। ক্রিকেট নিয়েও বই লিখেছেন শঙ্করীপ্রসাদ বসু।

সাহিত্য আকাদেমি পুরস্কার ছাড়াও আনন্দ পুরস্কার (১৯৭৯), শরৎ পুরস্কার (১৯৮০), বিবেকানন্দ পুরস্কার (১৯৮৬), বিদ্যাসাগর পুরস্কার (১৯৯৬) ইত্যাদি সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

শঙ্করীপ্রসাদবাবুর ছোটো ছেলে শঙ্খ বসু বলেছেন, "বাবা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সঙ্গে ধরা পড়েছিল রক্তের সংক্রমণ। ২৯ জুন তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করি। বাবাকে হারিয়ে নিজেকে অসহায় মনে হচ্ছে।" তাঁর হঠাৎ মৃত্যুতে অনেকগুলি লেখা অপ্রকাশিত অবস্থাতেই থেকে গেল। আজ, সোমবার শিবপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শঙ্করীপ্রসাদ বসুর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন শঙ্কর, প্রফুল্ল রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ সাহিত্যিক। শোকস্তব্ধ সাহিত্য অনুরাগী মানুষও।

English summary
Noted writer Shankari Prasad Basu passes away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X