For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নবারুণ
কলকাতা, ৩১ জুলাই: 'ফ্যাতাড়ু' আর নেই!

বৃহস্পতিবার ৪-২০ মিনিটে প্রয়াত হলেন নবারুণ ভট্টাচার্য। আধুনিক বাংলা সাহিত্যে আরও একটি ইন্দ্রপতন হল। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

নাট্যকার বিজন ভট্টাচার্য ও সাহিত্যিক মহাশ্বেতা দেবীর একমাত্র সন্তান নবারুণ ভট্টাচার্যের জন্ম ১৯৪৮ সালের ২৩ জুন। বহরমপুরে। বামপন্থী ভাবাদর্শে দীক্ষিত নবারুণবাবুর ছোট থেকেই লেখালিখির শখ ছিল। 'হার্বার্ট' হল তাঁর বিখ্যাত উপন্যাস। ১৯৯৩ সালে দেজ পাবলিশিং থেকে বই আকারে এটি প্রকাশিত হয়। এ জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান। ২০০৫ সালে পরিচালক সুমন মুখোপাধ্যায় 'হার্বার্ট' অবলম্বনে তৈরি করেন সিনেমা। তাঁর আর একটি রচনা 'কাঙাল মালসাট' নিয়েও সিনেমা তৈরি করেছেন সুমনবাবু।

নবারুণ ভট্টাচার্যের অন্যান্য কালজয়ী সৃষ্টি হল 'লুব্ধক', 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ না', 'ফ্যাতাড়ুর বোম্বাচাক', 'ফ্যাতাড়ুর কুম্ভীপাক', 'রাতের সার্কাস', 'আনাড়ির নারীজ্ঞান', 'হালালঝান্ডা ও অন্যান্য' ইত্যাদি।

নবারুণবাবু দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কিছুদিন আগেই ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ দিন ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন। সোশাল নেটওয়ার্কিং সাইটে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশের অগণিত ভক্ত মুষড়ে পড়েন। ভেঙে পড়েন মা মহাশ্বেতা দেবী।

English summary
Noted writer Nabarun Bhattacharya passes away after prolonged illness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X