For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেজাল তেলের রমরমা রুখতে সফল অভিযান পুলিশের

ভেজাল তেল প্রতিরোধে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার পুলিশ। জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ বিশেষ একটি অভিযান চালিয়ে ভোজ্য তেল আটক করেছে।

  • |
Google Oneindia Bengali News

ভেজাল তেল প্রতিরোধে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার পুলিশ। জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ বিশেষ একটি অভিযান চালিয়ে ভোজ্য তেল আটক করেছে। যদিও ভেজাল সরষের তেলের কারবারিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের হানার আগেই জানতে পেরে পালিয়ে যায় ওই কারবারী ও দলবল। উত্তরবঙ্গের কানপুর বলে পরিচিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর। কালিয়াগঞ্জ শহরে কয়েকশো সরষের তেলের মিল রয়েছে। এই ভোজ্য তেলে একদল অসাধু ব্যাবসায়ীরা বহু টাকার লাভের জন্য ভেজাল মিশিয়ে বিক্রি করছে । যা রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে ছড়িয়ে পড়ছে এই তেল।

ভেজাল তেলের রমরমা রুখতে সফল অভিযান পুলিশের

এমনকি স্কুলগুলিতে শিশুদের মিড ডে মিলের রান্নাও চলছে এই ভেজাল সরষের তেলে । সূত্রের খবর পাওয়া প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ টি ট্যাঙ্কার ঢোকে কালিয়াগঞ্জের তেল মিলগুলিতে। চারিদিকে উঁচু পাচিল দিয়ে ঘেরা বন্ধ থাকে , তেলমিলের গোডাউনে খালি করে ট্যাঙ্কার গুলি সেই তেলগুলিকে সরষের তেলের রঙ আনতে কেমিকেল রঙ ব্যাবহারের পাশাপাশি তেলের ঝাঁঝ আনতে ক্ষতিকারক রাসায়নিক মেশানো হয় । এক ফোঁটা রাসায়নিক এক টিনে মেশালেই খাঁটি সরষের তেলের ঝাঁঝ চলে আসে । এরপর বাজারে চালান করে দেয় ।

কালিয়াগঞ্জের এই ভেজাল তেল নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের কাছে রিপোর্ট ছিল। সেই মোতাবেক জেলা পুলিশের ডি এস পি প্রসাদ প্রধানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় ভেজাল তেলের কারবারি ইন্দ্রচাঁদ আগরওয়ালের তেলের মিলে। তেল মিলের মালিক ও কর্মচারী কাউকে না পাওয়া গেলেও কয়েকশো লিটার ভেজাল তেল উদ্ধার করে । উদ্ধার করা হয় ভেজাল তেল তৈরির নানান রাসায়নিক উপাদান। কালিয়াগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ভেজাল তেলের ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হচ্ছে।

English summary
North Dinajpur Police gets success on recent raid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X