গোটা উত্তরবঙ্গে হাড় হিম করা শীত, ঠকঠকিয়ে কাঁপছে আমজনতা
পৌষের শীতে কাঁপছে গোটা রাজ্য। সিকিমে চলছে তুষারপাত। গোটা উত্তরবঙ্গে হাড় হিম করা শীত কাঁপছে ঠকঠকিয়ে। উত্তরবঙ্গ জুড়ে সমস্ত রাস্তা ঘন কুয়াশায় আচ্ছন্ন। এই কুয়াশার ফলে দূরপাল্লা গামী বাস শিলিগুড়িতে আসতে দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। ঠিক সময় মত পর্যটকেরা পাহাড়ে বা ডুয়ার্স সহ বিভিন্ন জায়গাতে পৌঁছতে পারছেন না।

শীতের মধ্যেই প্রত্যেক বছরের মত এবছর পাহাড়মুখী পর্যটকেরা ছুটে আসছে পাহাড়ে। সিকিম সহ অন্য জায়গাতে গত কয়েক দিন ধরে চলছে তুষারপাত উষ্ণতা পারদ নেমেছে হুহু করে। ডিসেম্বর মাসের শেষ দিকে এই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে।
সিকিমে তুষার পাত শুরু হওয়ায় পর্যটকরা উপভোগ করছেন ভালোভাবেই। তবে কুয়াশা কিছু কিছু ক্ষেত্রে বাঁধ পড়েছে পর্যটকদের। এক পর্যটকের কথায় কুয়াশার কারণে রাস্তায় অসুবিধা হলেও শীত পড়ায় তারা পাহাড়ের শোভা খুবই ভালো ভাবেই উপভোগ করতে পারছেন।
অন্যদিকে প্রবল শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলাতে। জেলা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে উত্তর দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। রায়গঞ্জের রাড়িয়া গ্রামে শীতের দাপটে এক ভবঘুরের মৃত্যু হয়েছে। প্রবল ঠান্ডায় কাবু অবস্থায় গোটা উত্তর দিনাজপুর জেলাতে।
আজ দুদিন ধরে সূর্যের দেখা নেই উত্তর দিনাজপুর জেলায়। সাথে রয়েছে প্রবল শৈত্যপ্রবাহ আর হাড়হিম করা কনকনে ঠান্ডা। জনজীবন প্রায় বিপর্যস্ত গোটা রায়গঞ্জ জেলাজুড়ে। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে লোকজন বের হচ্ছে না। উত্তর দিনাজপুর জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ ৯.০২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস জেলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে।