For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গের লোকদেবতা মাশান, ২১ ফুটের মূর্তি পুজো ঘিরে উন্মাদনা

উত্তরবঙ্গের লোকদেবতা মাশান, ২১ ফুটের মূর্তি পুজো ঘিরে উন্মাদনা

  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গের লোকদেবতা মাশান দেবতার পুজো মেলা ও লোকসংস্কৃতি উৎসব শুরু হল। অসম বাংলা সীমান্তের বারকোদালী চৌপথী সংলগ্ন ময়দানে। এই মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন। মঙ্গলবার ২১ হাত মাশান পূজা ও উত্তরবঙ্গ লোক সংস্কৃতি মেলা ও প্রদর্শনীর আয়োজন করে বারকোদালী ইয়ং ক্লাব।

উত্তরবঙ্গের লোকদেবতা মাশান, ২১ ফুটের মূর্তি পুজো ঘিরে উন্মাদনা

এই মেলায় মূর্তির আবরণ উন্মোচন করেন জেলাপরিষদের সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ ধর্ম নারায়ণ বর্মা, তুফানগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা সিংহ বর্মন সহ বিশিষ্ট রা। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারকোদালী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইয়ং ক্লাবের পরিচালনায় ২১ হাত মাশান পূজা অনুষ্ঠিত হল। একদিকে মাশান দেবতার পূজা। এই মেলা চলবে ৭ দিন।

মনষ্কামনা পূর্ণ হওয়ায় মাশান দেবতার পুজো দিতে আসেন অসম বাংলার বহু ভক্ত। ১১ তম বছর ধরে এই পুজা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উত্তরবঙ্গের লোক সংস্কৃতি প্রদর্শনীর আয়োজন করে উদ্দ্যোগতারা। উত্তরবঙ্গের মানুষ পূর্বে যেসব জিনিস ব্যবহার করত এখন তা লুপ্ত প্রায় সেই সব জিনিস তুলে ধরা হয় এই প্রদর্শনীতে।

মেলা কমিটির সদস্য নিখিল চন্দ্র প্রধান এই বিষয়ে জানান, আমরা ১১ বছর ধরে এই মেলা করে আসছি।এই মেলা উত্তর বাংলার গৌরব। সাত দিন ধরে চলবে। এই মেলায় শেষের ৪ দিন এক ভাওয়াইয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই মেলা দেখতে অসম বাংলার প্রচুর ভক্ত এই মেলা দেখতে আসেন। এবং মনস্কামনা পূর্ণ হলে প্রণামী প্রদান করেন ভক্তরা।

মেলায় এসে এক দর্শনার্থী গণেশ বর্মন জানান, দীর্ঘদিন ধরে স্ত্রী দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন, পরবর্তীতে মাশান দেবতার কাছে মানত করে স্ত্রীর রোগ সেড়ে যাওয়ায় এ বছর আমি মাশান দেবতার কাছে পাঠা উৎসর্গ করেছি। এ বিষয়ে শিউলি বর্মন বলেন মাশান বাবার কাছে মানত করে আমার ছেলে হয়েছে, তাই এবার মাশান বাবার কাছে উৎসর্গ করতে পাঠা ও পায়রা নিয়ে এসেছি।

English summary
North Bengal local god Masan puja organised
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X