For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাদুড়িয়ায় সরকারি প্রকল্পকেই পুজোর থিম করেছে প্রতিদ্বন্দ্বী সংঘ

রাজ‍্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পকে অবলম্বন করে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার প্রতিদ্বন্দ্বী সংঘের এবারের পুজোর বিশেষ আকর্ষণ 'আমার বাংলা'।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

রাজ‍্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পকে অবলম্বন করে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার প্রতিদ্বন্দ্বী সংঘের এবারের পুজোর বিশেষ আকর্ষণ 'আমার বাংলা'। এটাই তাঁদের পুজোর বিষয়বস্তু বা থিম। বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের আনারপুর আধারমানিক উচ্চ প্রাথমিক বিদ‍্যালয়ের প্রাঙ্গনে ফুটে উঠেছে আদর্শ গ্রাম বাংলার ছবি।

সরকারি প্রকল্পই থিম

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন - কন‍্যাশ্রী, রূপশ্রী ও লোকপ্রসার সহ একাধিক প্রকল্পের এক দৃষ্টান্তমূলক প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

সচেতন করতে উদ্যোগ

রাজ‍্য সরকারের প্রকল্পগুলি মানুষের দরবারে পৌছে দেওয়ার এ এক অভিনব পন্থা খুঁজে বের করেছেন বাদুড়িয়ার এই পুজো উদ্যোক্তারা। কন‍্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্পের ফ্লেক্স ব‍্যানারের পাশাপাশি মণ্ডপের ভিতরেও দেখা মিলেছে পাট, তাল পাতা, কয়েৎবেল দিয়ে তৈরি একাধিক মডেল।

উপস্থিত পুরপিতা সহ অনেকেই

এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বাদুড়িয়া পৌরসভার পৌরপিতা তুষার সিংহ, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি ও স্বরূপনগরের বিধায়িকা বীণা মন্ডল, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের পরিষদীয় দল নেতা নারায়ণ গোস্বামী ও বসিরহাট পুলিশ জেলার এসপি কে শবরী রাজকুমার সহ একাধিক সমাজসেবী মানুষ।

সাধুবাদ সকলের

বাদুড়িয়ার পৌরসভার চেয়ারম্যান তুষার সিংহের তত্ত্বাবধানে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাদুড়িয়াবাসী।

English summary
North 24 Parganas Baduria Pratidyandi Sangha Puja has a unique theme of Bangal govt's achiements
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X