For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার করোনা সংক্রমণ আড়াই লক্ষ পার, দৈনিক পরিসংখ্যানে টেক্কা উত্তর ২৪ পরগনার

কলকাতার করোনা সংক্রমণ আড়াই লক্ষ পেরিয়ে গেল। তবে দৈনিক পরিসংখ্যানে কলকাতাকে টেক্কা দিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা। বাংলার করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তর ২৪ পরগনা রয়েছে সবার উপরে।

Google Oneindia Bengali News

কলকাতার করোনা সংক্রমণ আড়াই লক্ষ পেরিয়ে গেল। তবে দৈনিক পরিসংখ্যানে কলকাতাকে টেক্কা দিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা। বাংলার করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তর ২৪ পরগনা রয়েছে সবার উপরে। এখানে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বেশি। শহরতলির জেলার পাশাপাশি অন্য জেলাতেও করোনার অবস্থা এবার বেশ উদ্বেগজনক।

কলকাতার করোনা সংক্রমণ আড়াই লক্ষ পার

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের সামান্য নিচে। বাংলায় ১৯৫১১ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯৫১। উত্তর ২৪ পরগনায় ৪২৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৮৯৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩২৫৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৫০৬২৩। শুধু এদিনই কলকাতায় ৩৯৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৮৯৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২২০৪২০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৩০৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৮০৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৩৮০০২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২৭৯ জন। মৃত্যু হয়েছে মোট ৩২৫৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২০৮৭০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬০৪৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭৬৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২৫৭ জন বেড়ে মোট আক্রান্ত হয়েছে ৬৮৩২৩ জন। হাওড়ায় আক্রান্ত মোট ৬৭৫৯৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭৬ জন। হুগলিতে ১১৯৩ জন বেড়ে আক্রান্তের সংখ্যা মোট ৫৬৮৭৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১ জন, কোচবিহারে ২৯৭ জন, দার্জিলিংয়ে ৬৬২ জন, কালিম্পংয়ে ২৭ জন, জলপাইগুড়িতে ৪০২ জন, উত্তর দিনাজপুরে ৩৪২ জন, দক্ষিণ দিনাজপুরে ১২৭ জন, মালদহে ৩৫২ জন, মুর্শিদাবাদে ১৯৭ জন, নদিয়ায় ১০৩৮ জন, বীরভূমে ৩৫৮ জন, পুরুলিয়ায় ১১৫ জন, বাঁকুড়ায় ৪৭৫ জন, ঝাড়গ্রামে ১৭৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৮২৯ জন, পূর্ব মেদিনীপুরে ৭৫৩ জন, পূর্ব বর্ধমানে ৪২৫ জন, পশ্চিম বর্ধমানে ৯৭৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
North 24 pargana is ahead from Kolkata according to daily corona infection in West Bengal. All districts are in fear of Coronavorus infection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X