For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মীরা কেউ পার্টি ছেড়ে যায়নি, নেতাদের মনোবলের অভাব আছে, বললেন দিলীপ

কর্মীরা কেউ পার্টি ছেড়ে যায়নি, নেতাদের মনোবলের অভাব আছে, বললেন দিলীপ

  • |
Google Oneindia Bengali News

এবার বঙ্গ-বিজেপির কর্মীদের পাশে দাঁড়িয়ে দলের নেতাদের দিকেই আঙুল তুললেন দিলীপ ঘোষ৷ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যে ভোটে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে৷ অনেকে এখনও ঘরছাড়া। কিন্তু তাউ কোনও কর্মী দল ছেড়ে যায়নি। কর্মীরা আমাদের দিকে চেয়ে আছে৷ আমাদেরই কিছু প্ল্যানিংয়ের অভাব আছে, নেতাদের মনোবলের অভাব রয়েছে৷'

মানুষ আমাদের বিরোধী আসনে বসিয়েছে প্রয়োজনে সরিয়েও দেবে,বললেন দিলীপ

মানুষ আমাদের বিরোধী আসনে বসিয়েছে প্রয়োজনে সরিয়েও দেবে,বললেন দিলীপ

শুধু নেতাদের মনোবলের দিকেই আঙুল তুলে থামেননি দিলীপ ঘোষ৷ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, 'মানুষ আমাদের ভোটে জিতিয়ে বিরোধী আসনে বসিয়েছে। সরকারের ভুলের বিরোধিতা না করলে সরি দেবে। তবে দলের যে সব নেতাদের বিশ্বাস করে মানুষ পথে নেমেছিলেন তাদের গুরুত্ব দিতে হবে৷ কারণ দলের সংবিধান মেনে নেতৃত্ব আসবে যাবে কিন্তু দলের যোগ্য লোকদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে৷'

তথাগতকে আহাম্মক হবে তোপ দাগলেন দিলীপ!

তথাগতকে আহাম্মক হবে তোপ দাগলেন দিলীপ!

বৃহস্পতিবার তথাগত রায়কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া ভাষায় দিলীপ ঘোষ বলেন, যারা লোকের হাতে পায়ে ধরে চাকরি পেয়েছেন৷ দলের অফিসটা পানসালা বানিয়ে মৌজ মতি করতেন৷ যারা তৃণমূল সিপিএমের থেকে সুবিধা নিতেন, আসলে সুপারি নিতেন যাতে বিজেপি পশ্চিমবঙ্গে চার পারসেন্টের উপরে না যায়, সে সব আহাম্মকদের কথা কে শোনে! বয়সের একটা দোষ আছে তো! ৭২ হয়ে গেলে তখন মাথার ঠিক থাকে না!'

ডিগ্রি নিয়ে দিলীপকে কটাক্ষ করেছেন তথাগত রায়!

ডিগ্রি নিয়ে দিলীপকে কটাক্ষ করেছেন তথাগত রায়!

বুধবারই একটি ফেসবুক পোস্টে বুজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় লিখেছেন, 'যারা পাল্টা তথাগত ফেসবুক পোস্টে লেখেন,
'আমার এক বন্ধু বলেছেন আমি নাকি ফিটার মিস্ত্রিদের অপমান করেছি। কখনোই না। কিন্তু যদি অজান্তেও করে থাকি তাহলে তাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু যে ফিটার মিস্ত্রীটি ২০১৬ সালের নির্বাচনের আগে মিথ্যা এফিডেভিট করে নিজেকে ঝাড়গ্রাম পলিটেকনিকের ডিপ্লোমাপ্রাপ্ত বলে লিখেছিলেন, এবং যা ওই পলিটেকনিক অস্বীকার করেছে তার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। কারণ মিথ্যা এফিডেভিট করা একটি দণ্ডযোগ্য অপরাধ।'

'সুকান্তর অভিজ্ঞতা কম', মন্তব্যে বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ 'সুকান্তর অভিজ্ঞতা কম', মন্তব্যে বিতর্ক বাড়ালেন দিলীপ ঘোষ

English summary
None of the workers left the party, the leaders lack morale, said Dilip ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X