২২ অক্টোবর শহরে আসছেন নোবেলজয়ী অভিজিৎ

বাঙালির ছেলের নোবেল জয়ের পর থেকে তাকে ঘিরে বাঙালির উন্মাদনা তুঙ্গে ঘরে ঘরে জমছে আলোচনার আসর। অভিজিতের নোবেল পাওয়ার খবরে গর্বিত আত্মীয় পরিজন থেকে শিক্ষক শিক্ষিকা ও প্রতিবেশীরাও।

সূত্রের খবর, ২২ অক্টোবর কলকাতায় আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় রয়েছেন তাঁর মা এবং ভাই। ২৩ অক্টোবর পরিবারের সঙ্গে বাড়িতেই কাটাবেন তিনি। নোবেল জয়ের খবর পাওয়ার দিনেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চলতি মাসেই দেশে ফেরার কথা অভিজিতের। দিল্লিতে তাঁর একটি বইপ্রকাশের অনুষ্ঠান রয়েছে। তারপরই একদিনের জন্য কলকাতায় আসার কথা রয়েছে। সেই দিনটিই হল ২২ অক্টোবর।
তার শহরে ফেরার খবরে খুশি প্রত্যেকেই। তার শহরে ফেরার পর আশা করা যায় তাঁকে উন্মাদনা আরো বাড়বে। এমনিতেই তাঁর নোবেল পাওয়ার খবর শোনার পর স্বভাবতই তাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। দেশে ফেরার পরেই তাঁকে সম্মান জানাবে রাজ্য সরকার।
চলছে তার প্রস্তুতিও। তবে কবে হবে সেই দিনক্ষণ ও ঠিক করা হচ্ছে। জানা গিয়েছে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সহ বিশিষ্ট ব্যক্তিদের। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকেও তাঁকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গিয়েছে।