For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে ফিরলেন নোবেল বিজয়ী, উচ্ছ্বাস উন্মাদনায় অভিজিৎকে বরণ করে নিল শহরবাসী

দেশজুড়ে উচ্ছ্বাস আর উন্মাদনাকে মাথায় নিয়ে মঙ্গলবার নিজের শহর কলকাতায় পা রাখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে উচ্ছ্বাস আর উন্মাদনাকে মাথায় নিয়ে মঙ্গলবার নিজের শহর কলকাতায় পা রাখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ের পর এই প্রথমবার কলকাতা এলেন তিনি। এদিন দিল্লি থেকে ৭টা ২০মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বিমানবন্দর থেকে সোজা বালিগঞ্জ ফাঁড়ি এলাকার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এদিন কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে ছিলেন অজস্র মানুষ। যা ছিল চোখে পড়ার মতো। তাকে অভ্যর্থনা জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্যরা। বিমানবন্দর থেকে দমদম ও বালিগঞ্জ আবেগ উচ্ছ্বাসে ভাসল বাঙালি।

কলকাতায় পা রাখলেন অভিজিৎ, স্বাগত নোবেল বিজয়ী

অন্যদিকে, এদিন তাকে স্বাগত জানাতে বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ির চারপাশও সাজানো হয়েছে। দীর্ঘদিন ধরে বাড়িতে অপেক্ষারত মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। ছেলে অভিজিতের জন্য তাঁর প্রিয় একাধিক পদের রান্না করা খাবার সাজিয়ে বসে আছেন তিনি।

এদিন সকালে দিল্লিতে পা রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। তারপর তিনি রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের বাইরে তখন থিকথিক করছেন জনতা। নোবেলজয়ীকে একবার চোখে দেখা এবং আপ্যায়নের জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।

বিমানবন্দরের গেট দিয়ে বের হতেই নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু। তার আগে নোবেলজয়ীর অভ্যর্থনায় বিমানবন্দরে ছিল অভিনব ব্যবস্থা। প্রতিটি এলইডি স্ক্রিনে ফুটে ওঠে- 'ওয়েলকাম হোম নোবেল লরিয়েট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়'।

English summary
Nobel Laureate Abhijit Banerjee welcomes in Kolkata. He comes in Kolkata first time after winning nobel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X