For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও শব্দই যথেষ্ট নয়! করোনা মোকাবিলায় এইসব মানুষদের অবদান উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী

কোনও শব্দই যথেষ্ট নয়! করোনা মোকাবিলায় এইসব মানুষদের অবদান উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীদের ভূমিকার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। টুইট তরে মুখ্যমন্ত্রী বলেছেন এইসব মানুষেরা যে কাজ করছেন, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। সমাজের প্রতি এঁদের অবদান মানুষ মনে রাখবে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী।

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশের প্রশংসা

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশের প্রশংসা

করোনা ভাইরাসের মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশের কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কাজের জন্য তাঁদের ধন্যবাদও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, করোনার বিরুদ্ধে সামনে থেকে যাঁরা লড়াই করছেন, তাঁদের প্রতি কোনও প্রশংসাই যথেষ্ট নয়। সমাজের প্রতি এইসব মানুষদের অবদান সবার কাজেই উৎসাহ যোগাবে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী।

একের পর এক হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রীর

একের পর এক হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রীর

দিন দুয়েক আগেই মুখ্যমন্ত্রী একের পর এক হাসপাতাল পরিদর্শন করেন। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করোনার মোকাবিলার প্রস্তুতি নিয়ে কথা বলেন।

বেশ কিছু কাজে ক্ষুব্দ মুখ্যমন্ত্রী

বেশ কিছু কাজে ক্ষুব্দ মুখ্যমন্ত্রী

বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনার চিকিৎসক কিংবা নার্সদের বাড়ি থেকে তুলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী। এইকাজে তিনি যথেষ্টই ক্ষুব্ধ। এইসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে তিনি নির্দেশও দিয়েছেন।

English summary
No words are enough to thank Doctors, Nurses, Paramedical Staff, Police Personnel, Govt Officials and others to fight against Coronavirus, says CM Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X