For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই ভাবে মৃত্যু মানা যায় না! কফিন আঁকড়ে বললেন শহিদ সুদীপ বিশ্বাসের দিদি

আমাদের সেনারা সাহসী। কিন্তু এইভাবে মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। ভাইয়ের কফিনের সামনে দাঁড়িয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন সিআরপিএফ জওয়ান সুদীপ বিশ্বাসের দিদি ঝুমপা।

  • |
Google Oneindia Bengali News

আমাদের সেনারা সাহসী। কিন্তু এইভাবে মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। ভাইয়ের কফিনের সামনে দাঁড়িয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন সিআরপিএফ জওয়ান সুদীপ বিশ্বাসের দিদি ঝুমপা। সন্ধেয় বাড়ি দেহ যাওয়ার পরে অচৈতন্য হয়ে পড়েন সুদীপের বাবা সন্যাসী এবং মা মমতা বিশ্বাস। পাশে দাঁড়িয়ে একনাগারে কেঁদে চলেছেন দিদি ঝুম্পা।

এই ভাবে মৃত্যু মানা যায় না! কফিন আঁকড়ে বললেন শহিদ সুদীপ বিশ্বাসের দিদি

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সুদীপের থাকার কথা ছিল জম্মুতে। কিন্তু একসহকর্মীর শরীর খারাপ হওয়ায় সুদীপকেই যেতে হয়। ব্যাটেলিয়নের শীর্ষ আধিকারিকরা সুদীপকে সহকর্মীর সঙ্গেই থেকে যেতেও বলেছিলেন। কিন্তু সে কথা শোনেনি। সুদীপের নিজের ৯৮ নম্বর ব্যাটেলিয়ন গত সপ্তাহেই চলে গিয়েছিল। ফলে সুদীপ ৫৪ নম্বর ব্যাটেলিয়নের সঙ্গী হয়েছিল।

শনিবার রাত প্রায় ৮টা। সুদীপ বিশ্বাসেরর দেহ তেহট্টে গিয়ে পৌঁছয়। সেসময় ঝিরঝিরে বৃষ্টি চলছে। বৃষ্টি ও কাঁদা উপেক্ষা করে হাজারো মানুষের জমায়েত হয়েছিল বাড়ির চত্বরে। বাবা-মায়ের জন্য নতুন বাড়ি তৈরির কাজও শুরু করেছিলেন সুদীপ।

English summary
No way for our soldiers to die, cries Sudip’s sister Jhumpa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X