For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোপ থেকে বাঁচলেন মহুয়া মৈত্র, বক্তব্যের জন্য তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কেন্দ্র

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করছে না কেন্দ্রীয় সরকার৷ যদিও গতকাল, সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের তরফে মহুয়ার বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল৷ তিনি সেদিন লোকসভায় দাঁড়িয়ে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন৷ তা নিয়েই এই নোটিস দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল৷ কিন্তু মঙ্গলবার জানা গেল যে সরকার এই নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না৷

'যথাযথ পদক্ষেপ করা হবে'

'যথাযথ পদক্ষেপ করা হবে'

সোমবার কেন্দ্রের সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে বলেছিলেন, 'রাম মন্দিরের রায়ের বিষয় উত্থাপন করা, তৎকালীন প্রধান বিচারপতি ও অন্যান্য প্রসঙ্গ টেনে আনা গুরুতর বিষয়৷ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হবে৷' তিনি জানান যে সংসদের নিয়মাবলী অনুযায়ী, কোনও উচ্চ পদমর্যাদার ব্যক্তি সম্পর্কে বলার কিছু বিধি আছে৷ সেই কারণেই এই স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে বলে মনে করা হচ্ছিল৷

আইনি দিক খতিয়ে দেখা হয়

আইনি দিক খতিয়ে দেখা হয়

যদিও কেন্দ্রের তরফে বিষয়টির আইনি দিক খতিয়ে দেখা হয়৷ তাতে দেখা যায় যে মহুয়া মৈত্র প্রাক্তন প্রধান বিচারপতি সম্বন্ধে মন্তব্য করেছেন৷ আর তাঁকে (প্রাক্তন প্রধান বিচারপতি) 'উচ্চ পদমর্যাদা'র বিভাগে আনা যাবে না৷ সেই কারণেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হচ্ছে না৷

মহুয়ার কটাক্ষ

মহুয়ার কটাক্ষ

যদিও তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে, এই বিষয়টি জানতে পারার পর মহুয়া টুইটে প্রতিক্রিয়া দেন৷ তিনি লেখেন, 'ভারতের অন্ধকারতম ঘণ্টায় সত্যি বলার জন্য আমার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হলে, সেটা আমার জন্য সৌভাগ্যের হবে৷'

<strong>ধাক্কা খেয়েই চলেছে মিম! মালদায় ওয়েইসির দল ছেড়ে তৃণমূলে শতাধিক, কতটা চিন্তায় বিজেপি?</strong>ধাক্কা খেয়েই চলেছে মিম! মালদায় ওয়েইসির দল ছেড়ে তৃণমূলে শতাধিক, কতটা চিন্তায় বিজেপি?

English summary
No steps will be taken against TMC MP Mahua Moitra for her speech in Lok Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X