For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তা থেকে উবে যাবে মানুষের ছায়া! বাংলায় কবে-কোথায় ঘটবে এমন অলৌকিক-কাণ্ড

রাস্তা থেকে উবে যাবে মানুষের ছায়া! কোথায় কবে ঘটতে চলেছে এমন অলৌকিক-কাণ্ড

Google Oneindia Bengali News

কলকাতা ও হাওড়া থেকে উবে গেল মানুষের ছায়া। আচমকা এণন ঘটনার সাক্ষী হয়ে ভৌতিক বা অলৌকিক ভাবার কোনও কারণ নেই। ভূ-বিজ্ঞানের নিয়ম মেনেই এই কাণ্ড ঘটেছে। শুধু কলকাতা বা হাওয়া নয়, রাজ্যের আরও অনেক শহর ও এলাকাতে দেখা যাবে এই ছায়াহীন দিন। সল্টলেক পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে তা।

কলকাতা ও হাওড়া ছায়াহীন

কলকাতা ও হাওড়া ছায়াহীন

বৃহস্পতিবার ভরদুপুরে কলকাতায় এবং শুক্রবার হাওড়ায় ছায়া উধাও হয়ে যায় মানুষের ছায়া। আচমকাই এই ঘটনাকে ভৌতিক বা অলৌকিক মনে হয়েছিল অনেকেরই। কিন্তু এরপরই মিলল ব্যাখ্যা। কেন ছায়া দেখা গেল না নির্দিষ্ট কিছুক্ষণ তার ব্যাখ্যা দিয়েছেন সল্টলেক পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের বিশেষজ্ঞরা।

ছায়া উবে গেল কলকাতা-হাওড়ার রাস্তা থেকে

ছায়া উবে গেল কলকাতা-হাওড়ার রাস্তা থেকে

কলকাতা ও হাওড়ায় কোনও উলম্ব বস্তর ছায়া পরিলক্ষিত হয়নি। কারণ বিশেষজ্ঞরা জানিয়েছেন ৪ জুন কলকাতায় ছিল ‘নো শ্যাডো ডে'। কলকাতা ও হাওড়ার ঠিক মাথার উপর দিয়ে সূর্যরশ্মি চলাচল করেছিল বেশকিছুক্ষণ। তখনই ছায়া উবে গিয়েছিল কলকাতা-হাওড়ার রাস্তা থেকে। সূর্যালোক বৃহস্পতিবার ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ অতিক্রম করে। ফলে কলকাতার মাথার উপর ছিল সূর্য। তেমনই হাওড়ার ক্ষেত্রে ঘটে শুক্রবার।

ছায়াহীন দিন কোথায় কবে

ছায়াহীন দিন কোথায় কবে

পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্যে আরও কয়েকটি স্থানে এমন ছায়াহীন দিন দেখা যাবে। সল্টলেক পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের দেওয়া সেই তালিকায় দেখা যাচ্ছে- ৭ জুলাই হাওড়া, কলকাতা, ঘাটশিলা ও হাদনাবাদে দেখা যাবে ছায়াহীন দিন। ৮ জুলাই দেখা যাবে ঝাড়গ্রাম, বাগনান ও মহেশতলায়। আবার ৯ জুলাই খড়গপুর মেদিনীপুর, ডেবরা, ও বারুইপুরে দেখা যাবে তা। ১০ জুলাই তমলুকে দেখা যাবে ছায়াহীন দিন।

কেন উবে যাচ্ছে ছায়া

কেন উবে যাচ্ছে ছায়া

বিশেষজ্ঞরা আরও জানান, সাধারণত কর্কটক্রান্তি রেখা দক্ষিণ থাকার কারণে প্রতি বছর দু-বার করে সূর্য মাথার উপর দিয়ে যায় এলাকা বিশেষ। তেমনই ৪ জুন কলকাতার উপর দিয়ে যায় সূর্যরশ্মি। ৫ জুন হাওড়ার উপর দিয়ে যায়। মানুষ বা কোনও উলম্ব বস্তুর ছায়া উবে যায় রাস্তা থেকে।

প্রলয়ের পূর্বাভাস নাকি আলৌকিক কাণ্ড! রাস্তা থেকে উবে যাচ্ছে মানুষের ছায়া, সাবধান প্রলয়ের পূর্বাভাস নাকি আলৌকিক কাণ্ড! রাস্তা থেকে উবে যাচ্ছে মানুষের ছায়া, সাবধান

English summary
No shadow day in West Bengal’s various cities due to Sun position will be shown. In which cities and when would have been shown the no shadow day,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X