For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেসক্রিপশন ছাড়া মিলবে না অক্সিজেন সিলিন্ডার, সরবরাহ মসৃণ রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম স্বাস্থ্য ভবনে

করোনার দ্বিতীয় স্রোতে প্রবল হাহাকার শুরু হয়েছে। করোনা আকান্ত বহু রোগীর দেহেই অক্সিজেনের মাত্রার কমতি ঘিরে করোনা জটিলতা বেড়েছে । এদিকে দেশের বহু জায়গা থেকে খবর আসছে যে, অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যু হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় স্রোতে প্রবল হাহাকার শুরু হয়েছে। করোনা আকান্ত বহু রোগীর দেহেই অক্সিজেনের মাত্রার কমতি ঘিরে করোনা জটিলতা বেড়েছে । এদিকে দেশের বহু জায়গা থেকে খবর আসছে যে, অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যু হচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে বড়সড় নির্দেশিকা জারি হয়েছে অক্সিজেনের সরবরাহ ঘিরে।

সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, মেডিক্যাল অক্সিজেনবাহী ট্যাঙ্কারের গতিবিধিতে যেন কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বাধা প্রদা না দেওয়া হয়। এটা নিশ্চিত করতে হবে যে রোগীদের কাছে যেন বিনা বাধায় মেডিক্যাল অক্সিজেন পৌঁছে যায়।

বাংলাতেও অক্সিজেনের সমস্যা

বাংলাতেও অক্সিজেনের সমস্যা

গোটা দেশের পাশাপাশি বাংলাতেই অক্সিজেনের অভাব রয়েছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের একটা অভাব তৈরি হয়েছে। মিলছে না অক্সিজেনের সিলিন্ডারও। এমন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে মেডিক্যাল অক্সিজেনের সরবরাহ মসৃণ রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করল স্বাস্থ্য ভবন। এই অবস্থায় এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কন্ট্রোল রুম অক্সিজেন সংক্রান্ত একাধিক বিষয়ে সাহায্য করবে।

যে সকল বিষয়ে নজরদারি করবে কন্ট্রোল রুম:

যে সকল বিষয়ে নজরদারি করবে কন্ট্রোল রুম:

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে কত মেডিক্যাল অক্সিজেন উৎপন্ন হয়, সে বিষয়ে একটি রিপোর্ট তৈরি করবে পাঁচ সদস্যের কন্ট্রোল রুম। শুধু তাই নয়, এই মুহূর্তে চাহিদা কত রয়েছে অক্সিজেনের, এমনকি, জোগান কত, সে বিষয়টি খতিয়ে দেখবে এই কমিটি। এমনকি রিপোর্টও দেবে তাঁরা। অন্যদিকে, প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতালে কত অক্সিজেন মজুত রয়েছে তা দেখবে কন্ট্রোল রুম। প্রতিটি কোভিড হাসপাতালে কত অক্সিজেন লাগতে পারে তার রূপরেখাও তৈরি করবেন পাঁচ সদস্যের এই টিম। ন্যাশনাল হেলথ পোর্টালে চাহিদা-জোগানের তথ্যপঞ্জি তৈরি, প্রতি সপ্তাহে মেডিক্যাল অক্সিজেনের পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে।

প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না অক্সিজেন

প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না অক্সিজেন

অস্কিজেন নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। ফলে আতঙ্কে অনেকেই বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজিত করে রাখছেন। এই অবস্থায় কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না অক্সিজেন সিলিন্ডার। এমনটাই সূত্রের খবর।

মেডিক্যাল অক্সিজেন উৎপাদন নিয়ে বার্তা

মেডিক্যাল অক্সিজেন উৎপাদন নিয়ে বার্তা

করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোতের জেরে অক্সিজেনের প্রয়োজনীয়তা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি। এই জায়গা থেকে কেন্দ্র সাফ নির্দেশে জানিয়েছে , কোনও রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অক্সিজেন উৎপাদক সংস্থা ও সরবরাহী সংস্থার ওপর কোনও বিধি আরোপ করা যাবে না।

ভারতের করোনা পরিস্থিতি

ভারতের করোনা পরিস্থিতি

এদিকে লাফিয়ে বাড়ছে ভারতের করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে করোনার জেরে দেশে গত ২৪ ঘণ্টায় ৩১৪৮৩৫ জন আক্রান্ত হয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ভেঙে ২,১০৪ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, আজ ভারতের করোনা আক্রমণের দৈনিক সংখ্যা বিশ্ব রেকর্ড গড়েছে।

English summary
no oxygen cylinder without prescription
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X